Saif Ali Khan Attack Case

ফলা গেঁথে গিয়েছিল পিঠে, সইফ বাড়ি ফিরতে উদ্ধার হল ছুরির তৃতীয় অংশ

যে ছুরি দিয়ে সইফকে শরিফুল কোপ মারেন তাঁর একটি অংশ গেঁথে গিয়েছিল অভিনেতার পিঠে। আগে পাওয়া গিয়েছিল বাকি অংশ। এ বার খোঁজ মিলল সেই ছুরির তৃতীয় অংশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৭
Share:

সইফকে কোপ মেরেছিলে যে ছুরি দিয়ে উদ্ধার হল তার তৃতীয় অংশ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন সইফ আলি খানের হামলাকারী শরিফুল। তদন্তকারী আধিকারিক ছাড়া তাঁর সঙ্গে অন্য কারও দেখা করার অনুমতি নেই। পুলিশ আধিকারিক অজয় লিঙ্গনুরকর ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। গত ১৬ জানুয়ারি অভিনেতার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছুরি চালান শরিফুল।

Advertisement

যে ছুরি দিয়ে সইফকে শরিফুল কোপ মারেন তার একটি অংশ গেঁথে গিয়েছিল অভিনেতার পিঠে। আর একটি অংশ পাওয়া গিয়েছিল জিজ্ঞাসবাদের সময় অভিনেতার বাড়ি থেকেই। এ বার খোঁজ মিলল ছুরির তৃতীয় অংশের।

এর আগেই শরিফুলকে নিয়ে অভিনেতার বাড়িতে যান মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার তদন্তকারী আধিকারিকেরা। গত সোমবার ঘটনার পুননির্মাণও করা হয়। গত ২২ জানুয়ারি বুধবার বান্দ্রা পুলিশ শরিফুলকে নিয়ে বান্দ্রা তালাও এলাকায় যায়। বান্দ্রা স্টেশনের কাছাকাছি একটি জায়গা থেকে সেই ছুরির তৃতীয় অংশটি উদ্ধার করে। যদিও এর আগে আঙুলের ছাপ, অভিযুক্তের ব্যবহৃত টুপি, মোবাইল ফোন, ইয়ারফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফের বাড়ি থেকে প্রায় ১.৪ কিলোমিটার দূরে পাওয়া গিয়েছে ছুরির তৃতীয় অংশটি। ওই এলাকা ফরেন্সিক পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞেরা। প্রায় ঘণ্টাখানেক চলে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষানিরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement