নিখিল-শ্যামার ঝগড়ায় ‘সাডা কুত্তা’! ঢোল বাজালেন দেব

ঝগড়া যাতে তালে তালে হয় তার জন্য র‍্যাপের মতো এখানে ঢোলের বদলে ঢাক বেজেছে। দেবের ছবির ঢাক বাজানোর একটি দৃশ্য যোগ করে দিতেই ক্লিপিং দেখে মনে হয়েছে ঢাক বাজিয়েছেন স্বয়ং দেব!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫
Share:

‘সাডা কুত্তা কুত্তা?’ জায়গা করে নিল নিখিল-শ্যামার ঝগড়াতেও!

দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছেই ‘সাডা কুত্তা’র। বলিউডের পর সঙ্গীতশিল্পী যশরাজ মুখাটের র‍্যাপে মাতল বাংলা টেলি পাড়া। রবিনা টন্ডন আর তাঁর মেয়ে রিশা প্রথম এই র‍্যাপ দিয়ে রিল ভিডিয়ো বানিয়েছিলেন। তাঁদের পর ‘বিগ বস’-এর ১৩ নম্বর সিজনে প্রতিযোগী শেহনাজ গিলের বিখ্যাত ঝগড়া, ‘তান্ডা কুত্তা টমি! সাডা কুত্তা কুত্তা?’ জায়গা করে নিল নিখিল-শ্যামার ঝগড়াতেও!

রিল ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘শ্যামা’ ওরফে তিয়াসা রায় প্রচণ্ড উত্তেজিত হয়ে বলছেন, ‘কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি সব। আমার কোনও আবেগ নেই?’

ঝগড়া যাতে তালে তালে হয় তার জন্য র‍্যাপের মতো এখানে ঢোলের বদলে ঢাক বেজেছে। দেবের ছবির ঢাক বাজানোর একটি দৃশ্য যোগ করে দিতেই ক্লিপিং দেখে মনে হয়েছে ঢাক বাজিয়েছেন স্বয়ং দেব! মজা আরও বাড়াতে কুকুরের ডাক ডেকেছেন স্বয়ং ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য। ক্যাপশনে নীলের মন্তব্য, ‘সুপার্ব এডিটিং’। ভিউয়ার্স ১৫ হাজারের উপর।

Advertisement

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

আরও পড়ুন: বিয়ের প্রায় দেড় বছর পর প্রকাশ্যে রাখী সবন্তের স্বামীর পরিচয়

Advertisement

এই র‍্যাপ গানের পটভূমিকায় ‘বিগ বস সিজন ১৩’। নতুন সিজনে প্রতিযোগী শেহনাজ গিল ঝগড়া করতে করতে অদ্ভুত ছন্দে উপরে বলা কথাগুলো বলেছিলেন। ফলে, মানুষের কানে কথাগুলো লেগে ছিল বহু দিন পর্যন্ত। সেই জনপ্রিয় সংলাপের উপর ঢোল, কি-বোর্ড যোগ করে দিতেই তৈরি নতুন র‍্যাপ।

আরও পড়ুন: করোনা সংক্রমিত রাকুল প্রীত সিংহ, বন্ধ ছবির শ্যুটিং

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement