Saayoni Ghosh

অনির্বাণ বোর্ডে নেই! আর সৃজন বিশ্রাম করছে, গড়িয়াহাট মোড়ে দাবা খেলতে খেলতে বললেন সায়নী

গরম যত বাড়ছে, ততই মানুষের নাজেহাল অবস্থা। সায়নীও তার ব্যতিক্রম নন। কিন্তু সামনে কঠিন লড়াই। প্রচারের ব্যস্ততার ফাঁকে তাই মনঃসংযোগ ধরে রাখতেই যেন একহাত দাবা খেলে নিলেন সায়নী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:১১
Share:

বৃহস্পতিবার বিকেলে গড়িয়াহাট মোড়ে সায়নী ঘোষ। —নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার ইদের বিকেলে গড়িয়াহাট মোড়ে দাবা খেলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ! না, কোনও চটুল রসিকতা নয়, কড়া বাস্তব। নেপথ্য রহস্য ফাঁস করল আনন্দবাজার অনলাইন।

Advertisement

লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। হাতে সময় কম, পাল্লা দিয়ে বাড়ছে গরম। এখন যে কোনও প্রার্থীরই প্রচার সারতে নাভিশ্বাস উঠছে। এ দিকে বৃহস্পতিবার বিকেলে গড়িয়াহাট চার মাথা মোড়ের ‘চেস ক্লাব’-এ হাজির যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী। সদস্যদের সঙ্গে কয়েক হাত দাবাও খেললেন তিনি। তবে নির্বাচনের প্রচার নয়, বরং ছবির প্রচার সারতে দেখা গেল অভিনেত্রীকে।

সম্প্রতি পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘দাবাড়ু’র পোস্টার প্রকাশ্যে এসেছে। এই ছবির প্রচারেই উপস্থিত হয়েছিলেন সায়নী। আনন্দবাজার অনলাইনকে সায়নী বললেন, ‘‘নেত্রী হিসেবে প্রচারের ফাঁকেই অভিনেত্রী হিসেবে প্রচার। পথিকৃৎ আমার বন্ধু। ওর সঙ্গে আগে কাজ করেছি। ওর কথা ভেবেই আজ আমি একটু দাবা খেলতে এলাম।’’

Advertisement

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের মতো খদ্দরের শাড়ি নয়, বরং কিছুটা টলিপাড়ার পরিচিত ‘অভিনেত্রী’ লুকেই দেখা গেল সায়নীকে। পরনে ছিল শর্ট কুর্তি ও জিন্‌স। চোখে ঘন কাজল ও ঠোঁটে গাঢ় লিপস্টিক। সঙ্গে ছিল না নিরাপত্তাকর্মীদের কড়া বেষ্টনী। সায়নী মনে করেন প্রত্যেক মানুষের অল্পবিস্তর দাবা খেলা উচিত। কারণ দাবা বুদ্ধির গোড়ায় শান দিতে সাহায্য করে। সায়নীর কথায়, ‘‘লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেও লুকিয়ে রয়েছে বুদ্ধির খেলা।’’

একের পর এক দাবার চাল চালছেন সায়নী। ক্লাবের সদস্যদের সঙ্গে হেসে কথাও বলছেন। নেত্রীকে দেখে আশপাশের পথচারীদের ভিড় তখন ঘন হতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নীকে জোর টক্কর দিতে পারেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও সিপিএমের সৃজন ভট্টাচার্য। আনন্দবাজার অনলাইনের তরফে সায়নীর কাছে প্রশ্ন ছিল, সামনের রাখা বোর্ডের ৬৪ খোপে তিনি যাদবপুরের বিরোধী প্রতিপক্ষদের কোথায় দেখতে পাচ্ছেন? সায়নী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হেসে জবাব দিলেন, ‘‘অনির্বাণ বোর্ডে নেই। আর সৃজন বাড়িতে বিশ্রাম করছে।’’

গরম যত বাড়ছে, ততই মানুষের নাজেহাল অবস্থা। সায়নীও তার ব্যতিক্রম নন। কিন্তু সামনে কঠিন লড়াই। প্রচারের ব্যস্ততার ফাঁকে তাই মনঃসংযোগ ধরে রাখতেই যেন একহাত দাবা খেলে নিলেন সায়নী। ‘উইন্ডোজ়’ প্রযোজিত ‘দাবাড়ু’ মুক্তি পাবে আগামী ১০ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement