রুক্মিণী।
মধ্যবিত্তের বিদেশভ্রমণের স্বপ্ন নিয়ে গল্প বোনা হয়েছিল ‘সুইজ়ারল্যান্ড’ ছবিটিতে। আবীর চট্টোপাধ্যায়-রুক্মিণী মৈত্র অভিনীত এই ছবি গত বছর অতিমারি চলাকালীন মুক্তি পেলেও দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছিল। টেলিভিশনে প্রিমিয়ার হওয়ার পরেও সর্বোচ্চ রেটিং ছুঁয়েছিল ছবিটি। এ বার ছবির পরবর্তী অধ্যায় মফস্সল থেকে পৌঁছে যাচ্ছে পর্তুগালে। বাঙালির বিদেশভ্রমণের ভাবনাকে কেন্দ্র করে পরিকল্পনা রয়েছে তৃতীয় ছবিরও, যা ভাবা হচ্ছে প্যারিস শহরকে ঘিরে।
ট্রিলজির পরবর্তী ছবি দু’টি জিতের প্রযোজনা সংস্থার ব্যানারেই হওয়ার কথা। পরিচালনা করবেন ‘সুইজ়ারল্যান্ড’-এর পরিচালক শৌভিক কুণ্ডু। তিনি আপাতত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’-এর কাজে ব্যস্ত। পরের ছবির শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরের মাঝামাঝি সময়ে।
ট্রিলজির দ্বিতীয় ভাগের ছবির গল্প অবশ্য শিবু-রুমিকে (‘সুইজ়ারল্যান্ড’-এ আবীর-রুক্মিণীর চরিত্র) ঘিরে নয়। কৈশোরের প্রেম সেখানে পরিণতি পাবে মধ্য তিরিশে এসে। নায়ক-নায়িকাও পৌঁছে যাবে বাংলার গ্রাম থেকে লিসবনে। আগের ছবি শেষ পর্যন্ত সুইজ়ারল্যান্ডে পাড়ি না দিলেও আগামী ছবির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে সবটাই অতিমারি পরিস্থিতির উপরে নির্ভর করবে। ছবির নায়িকা অপরিবর্তিত থাকছেন। অর্থাৎ, পরের ছবিটিও রুক্মিণী মৈত্রের করার কথা। তবে তাঁর বিপরীতে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়। ‘‘গল্পটা শুনেছি, ভালও লেগেছে। তার বেশি কথাবার্তা এগোয়নি এখনও,’’ বললেন রুক্মিণী। দেবের সঙ্গে ‘কিশমিশ’-এর দার্জিলিং শিডিউল সদ্য শেষ করে ফিরেছেন নায়িকা। হাতে রয়েছে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে তাঁর হিন্দি ছবি ‘সনক’, যা মুক্তি পেতে চলেছে ডিজ়নি প্লাস হটস্টারে।