Sweta-Rubel

শ্বেতার গালে ছুঁয়ে গেল রুবেলের ঠোঁট, ভিজল চোখ! ‘লক্ষ্মী মেয়ে’কে জন্মদিনে কী উপহার দিলেন?

শ্বেতার গালে ছুঁয়ে গেল রুবেলের ঠোঁট, ভিজল চোখ! ‘লক্ষ্মী মেয়ে’কে জন্মদিনে কী উপহার দিলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৮
Share:

শ্বেতা জন্মদিনে রুবেলের উপহার। গ্রাফিক : শৌভিক দেবনাথ।

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। পর্দায় এখনও পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কিন্তু ব্যক্তিগত জীবনে এই জুটির প্রেম একেবারে জমজমাট। একে অপরকে প্রায় চোখে হারান। দিন দুয়েক আগে ছিল শ্বেতার জন্মদিন। প্রেমিকার জন্য দামি উপহার নয়, বরং হাতে লেখা চিঠি পাঠালেন রুবেল। সঙ্গে একটি বিশেষ নাচ। শ্বেতার চোখে জল আনলেন ছোট পর্দার নায়ক।

Advertisement

সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন শ্বেতা। সেখানেই দেখা যাচ্ছে ‘রব নে বনা দি জোড়ি’ গানে নাচছেন রুবেল। ছবিতে যে ভাবে শাহরুখ খান অনুষ্কার শর্মাকে প্রেম নিবেদন করেছিলেন, তেমন ভাবেই শ্বেতার জন্মদিনের আয়োজন করেন রুবেল। কখনও শ্বেতার উপর পুষ্পবৃষ্টি করেছেন। কখনও শ্বেতার ছবির সঙ্গে তাঁর মা-বাবার ছবির কোলাজ তৈরি করে চমকে দিয়েছেন রুবেল। তার পর শ্বেতার গালে রেখে যান একটি আলতো চুম্বন।

কী করে করলেন এত আয়োজন? আনন্দবাজার অনলাইনকে রুবেল বলেন, “আসলে আমরা দু’জনেই ব্যস্ত। তাই দমদমের কাছে একটা ক্যাফেতে আগে থেকে বন্দোবস্ত করে রেখেছিলাম। শ্বেতাকে এই প্রথমবার চিঠি লিখেছি। সেটা পেয়ে ও খুব খুশি। আসলে শ্বেতা এমন মেয়ে যে দামি উপহার চায় না। চায় ওর কাছের মানুষেরা সব সময় ভাল থাকুক। বড্ড লক্ষ্মী মেয়ে। আমার নাচ ভালবাসে, তাই জন্মদিনে ওর জন্য নাচলাম।”

Advertisement

কিন্তু, তা হলে কি শ্বেতা-রুবেলের মধ্যে কখনও মনোমালিন্য হয় না? রুবেলের কথায়, “আমাদের ঝগড়া হয়। একই ভাবে আমরা একে অপরকে ক্ষমা করতে পারি। আমরা একে অপরের হাতটা ছেড়ে দিই না কখনও। আসলে দু’জনেই দু’জনের সঙ্গটা উপভোগ করি।”

রুবেলের তরফ থেকে উপহার পেয়ে আবেগঘন শ্বেতা। তিনি লেখেন, “আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি আর আমাকে উৎসর্গ করা তোর নাচ। বাবাই, সত্যি আমি তোর জীবনে এতটা গুরুত্বপূর্ণ? আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রখবো বাবাই,কথা দিলাম। আর একটা কথা এই ভাবেই ভালোবাসিস,এই ভাবেই পাশে থাকিস। কথা দিচ্ছি তোকেও আগলে রাখব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement