ঋতাভরী চক্রবর্তী।
'রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা', প্রথম সিঙ্গলস-এ মুগ্ধ করলেন ঋতাভরী। রবিবার বিকেলে মুক্তি পেল টলি-নায়িকার নিজের গলায় গান।
ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিয়োর এক টুকরো। বাংলার শ্রোতা ও ঋতাভরীর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে নায়িকার কমেন্ট বক্স।
ভিডিয়োতে স্মৃতিপথে হাঁটলেন ঋতাভরী। পুরনো দিনের কথা মনে করলেন। আর সেগুলিই ধরা পড়ল মন্তাজ রূপে। ঋতাভরীর স্কুল, হরিয়ানা বিদ্যামন্দিরের আনাচ কানাচ দেখানো হল ভিডিয়োয়। ঋতাভরী চক্রবর্তীর কাছে স্কুলের সময়গুলো খুব আনন্দের। জীবনের মূল্যবান সময়। তাঁর পোস্ট থেকে সে কথা স্পষ্ট। নস্টালজিয়ায় ভরা ঋতাভরীর নতুন গানের ভিডিয়ো।
A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)
খুশবু লোহারিয়াল ও রাহুল দাসগুপ্তের পরিবেশনায় এই ভিডিয়োটি শ্যুট করেছেন গৈরিক সরকার। পরিচালনায় ছিলেন আত্রেয়ী সেন। ভিডিয়োটির কনসেপ্ট আত্রেয়ী ও ঋতাভরীর। সঙ্গীত পরিচালনা করেছেন সম্বিত চট্টোপাধ্যায়। গোটা ভিডিয়োটির প্রযোজনার দায়িত্বে ছিল ঋতাভরীর মা শতরূপা সান্যালের প্রোডাকশন হাউসও।
আরও পড়ুন: ‘মনেরও শরীর খারাপ হয়’, দীপিকার পর অবসাদ নিয়ে সরব স্বস্তিকা
আরও পড়ুন: করোনায় আক্রান্ত, গন্ধ পাচ্ছেন না, নিজেই পোস্ট দিয়ে জানালেন আবীর