রত্না পাঠকের সঙ্গে ছেলে ভিভান। (ডান দিকে)স্ত্রী রত্না পাঠকের সঙ্গে নাসিরুদ্দিন শাহ। ফাইল চিত্র।
বলিউডে একের পর এক মৃত্যুর কালো ছায়া। প্রথমে ইরফান খান আর ঠিক পরের দিন ঋষি কপূর। মানুষ আতঙ্কিত! গোদের ওপর বিষ ফোঁড়ার মতো লকডাউন মৃত্যু ভাবনাকে বাড়িয়ে তুলছে। এ রকম অবস্থায় সোশ্যাল মিডিয়ায় গত কাল খবর ছড়ায় নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি। নাসিরুদ্দিন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, “যাঁরা আমার স্বাস্হ্য নিয়ে চিন্তা করছেন। ভাবছেন আমি হাসপাতালে তাঁদের জানাচ্ছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি।”
মুম্বইের এক সংবাদ সংস্থাকে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও বলেন, “আমরা সবাই ভাল আছি। ঠিক আছি।” নাসিরের পুত্র ভিভান শাহ টুইটে জানান, “বাবার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। বাবা ভাল আছেন। ইরফান ভাই আর চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। ওঁদের দু’জনকেই খুব মিস করছেন বাবা। ওঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
শুধু নাসিরুদ্দিন শাহ নয়, মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে অসুস্থতার যে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তা-ও সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন: “এক দিওয়ানা থা... কেয়া জমানা থা”