Renuka Shahane

সম্পর্কে আস্থা ছিল না, বিবাহবিচ্ছেদের পর আবার প্রেমে পড়ে জীবন বদলে যায় রেনুকার

‘হম আপকে হ্যায় কওন’ ছবিতে সাড়া ফেলেছিলেন রেণুকা। তবে ব্যক্তিগত জীবন বেশ অশান্তির। নাট্যকার বিজয় কেনকরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর অভিনেতা আশুতোষ রানার প্রেমে পড়েন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১২:২০
Share:

রেণুকাকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশলের মায়ের ভূমিকায়, ‘গোবিন্দ নাম মেরা’ (২০২২) ছবিতে। —ফাইল চিত্র

অল্প বয়সে বাবা-মাকে আলাদা হয়ে যেতে দেখেছেন রেণুকা সাহানে। নিজেরও প্রথম বিয়ে ভেঙে যায় অভিনেত্রীর। এর পরই বিয়ে কিংবা সম্পর্কের স্থায়িত্ব থেকে বিশ্বাস উঠে যায় তাঁর। তবে প্রেম বলেকয়ে আসে না। তিরিশের কোঠায় এসে আবার প্রেমে পড়েন রেণুকা। তার পরই নাকি শেখেন জীবনের পাঠ। সম্পর্ককে আরও ভাল ভাবে সামলাতে পারেন এখন।

Advertisement

রেণুকাকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশলের মায়ের ভূমিকায়, ‘গোবিন্দ নাম মেরা’ (২০২২) ছবিতে। তবে নিজের পরিচালিত ছবি ‘ত্রিভঙ্গ’(২০২১) তে ব্যক্তিগত জীবন বিশদে দেখিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সেই হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন কাজল। রেণুকার বাবা বিজয় সাহানে ভারতীয় নৌবাহিনীর আধিকারিক। মা শান্তা গোখেল এক জন লেখক। ‘ত্রিভঙ্গ’-র গল্পে উঠে এসেছিল তাঁদের বিচ্ছেদের কাহিনি। পাশাপাশি চলেছে রেণুকার শৈশব।

শৈশবের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে রেণুকা বললেন, “শুরুতে লোকের মন জুগিয়ে চলতাম ভয়ে ভয়ে। কারণ সবাই আমায় বিচ্ছিন্ন বাবা-মায়ের সন্তান হিসাবেই দেখত। স্কুলেও এ নিয়ে কটাক্ষ শুনেছি। শিক্ষকরাও আমার পরিস্থিতির সুযোগ নিয়েছেন। মায়ের পদবি কী, জিজ্ঞাসা করে আলাদা ভাবে মজা পেতেন সবাই। ‘ত্রিভঙ্গ’তে এই প্রসঙ্গগুলো রেখেছি। সবই আমার জীবনের অভিজ্ঞতা। বাড়িয়ে বলিনি।”

Advertisement

১৯৯৪ সাল। ‘হম আপকে হ্যায় কউন’ ছবিতে সাড়া ফেলেছিলেন রেণুকা। তবে ব্যক্তিগত জীবন কখনওই শান্তি দেয়নি অভিনেত্রীকে। মরাঠি নাট্যকার বিজয় কেনকরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর অভিনেতা আশুতোষ রানার প্রেমে পড়েন তিনি। মাঝে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ৩৫ বছর বয়সে দ্বিতীয় বিবাহ করেন অভিনেত্রী। আশুতোষের সঙ্গে তাঁর বোঝাপড়া অনেক ভাল। আগের থেকে শিক্ষা নিয়েছেন বলে জানান। দুই সন্তান শৌর্যমান এবং সত্যেন্দ্রকে নিয়ে সুখেই আছেন অভিনেতা জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement