Remo D'Souza

Remo D'souza: আত্মহত্যায় মৃত্যু পরিবারের সদস্যের, শোকাহত রেমো ডি’সুজা

ময়না তদন্তের জন্য জেসনের দেহ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১২:৪৯
Share:

শোকাহত রেমো।

শোকের ছায়া পরিচালক-কোরিওগ্রাফার রেমো ডি’সুজার পরিবারে। প্রয়াত তাঁর শ্যালক জেসন ওয়াটকিনস। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেন ৪৮ বছর বয়সি জেসন। বৃহস্পতিবার অন্ধেরির বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ময়না তদন্তের জন্য জেসনের দেহ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, রাত ১২টা নাগাদ কোনও এক ব্যক্তি সংবাদমাধ্যমকে ফোন করে এই খবর দেন। ঘটনাস্থলে যাওয়ার পর জানা যায়, উদ্ধার হওয়া দেহটি রেমো ডি’সুজার শ্যালকের। এর পরে কুপার হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জেসনের ৭৪ বছর বয়সি বাবা ডেসমন্ড, দিদি লিজল এবং জামাইবাবু রেমো ডি’সুজাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শ্যালকের মৃত্যুর খবর অনুরাগীদের জানিয়েছেন রেমো। জেসনের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাদের মন ভেঙে দিলে ভাই। আশা করি তুমি শান্তি খুঁজে পেয়েছ।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement