সইফের বাড়িতে হামলায় ক্ষোভে ফেটে পড়লেন রবীনা। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ে বান্দ্রা এলাকার কথা সকলেরই প্রায় জানা। বলিউড তারকাদের অধিকাংশের বাস ওই এলাকায়। গোটা মুম্বইয়ের অন্য এলাকাগুলির থেকে খানিকটা হলেও বিচ্ছিন্ন এই অভিজাত এলাকা। গত কয়েক মাসে এখানেই কখনও সলমনের বাড়িতে গুলি ছোড়া হয়েছে, কখনও প্রকাশ্যে খুন হয়েছেন রাজনীতিবিদ বাবা সিদ্দিকী। এ বার অভিনেতা সইফ আলি খানের একেবারে অন্দরমহলে ঢুকে হামলা চালিয়েছে দুষ্কৃতী। এ ঘটনায় বেজায় চটেছেন অভিনেত্রী রবীনা টন্ডন। বান্দ্রা এলাকা নাকি গত কয়েক বছরে বদলে গিয়েছে।
রবীনা নিজেও বান্দ্রা এলাকার বাসিন্দা। তাঁর দাবি, এই এলাকার পরিস্থিতি নাকি এখন হাতের বাইরে চলে গিয়েছে! চুরি, ছিনতাই নাকি নিত্যদিনের ঘটনা। রবীনার কথায়, “আসলে তারকাদের আক্রমণ করা এখন খুব সহজ হয়ে গিয়েছে। একদা সুরক্ষিত এই এলাকার পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। জুলুমবাজি থেকে জমি দখল, হকারদের দৌরাত্ম্য এখন গোটা এলাকা জুড়ে। এ ছাড়া বাইকে চেপে চেন থেকে ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। এগুলি বন্ধ করতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।’’ বান্দ্রার বাসিন্দা হিসাবে যেমন উদ্বিগ্ন রবীনা, তেমনই সইফের স্বাস্থ্য নিয়েও চিন্তিত অভিনেত্রী।