বলিউডের ‘মোহরা গার্ল’, সাধারণ মানুষের কাছে যিনি ‘স্টার’, রুপোলি পর্দার নায়িকা, তিনি কিনা সাধারণ মহিলাদের মতো গণপরিবহণে যাতায়াত করতেন? বিশ্বাস করা বেশ কঠিন। আলোচনা, সমালোচনার ঝড় উঠেছে বলিউডে। এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তাঁর উদ্দেশে করা কটাক্ষের জবাবও দিলেন।
ঘটনার সূত্রপাত, গণপরিবহণ নিয়ে রবিনার করা একটা মন্তব্যকে ঘিরে। মহারাষ্ট্রের গণপরিবহণকে কেন্দ্র করে সরকাররের বিশেষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী, এর পরেই তাঁর দিকে ছুটে এসেছে কটাক্ষ, ‘মধ্যবিত্তের লড়াই কেমন, আপনার মতো বড়লোকেরা কী করে জানবেন?’
এই প্রসঙ্গেই পুরনো দিনের অভিজ্ঞতার কথা বলেছেন অভিনেত্রী।
তিনি তখন কিশোরী, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠে ছিলেন, সেখানেই তাঁকে কটূক্তি, কটাক্ষের শিকার হতে হয়।
এই প্রসঙ্গে রবিনা আরও বলেছেন, ‘‘লক্ষ্যে পৌঁছনোর জন্য সবাইকে পরিশ্রম করতে হয়। ১৯৯২ এ আমি প্রথম গাড়ি কিনি, তার আগে আমিও সাধারণ যানবাহনই ব্যবহার করতাম। বাসে যাতায়াত করার অভিজ্ঞতা আমার আছে।’’