Kapil Dev

Ranveer-Kapil: কপিলকে দেখে উত্তেজনায় চুম্বন রণবীরের, আসল এবং নকল ‘কপিল’-এর ছবি নিয়ে হইহই

‘৮৩’ ছবির স্ক্রিনিংয়ে কপিলকে জড়িয়ে ধরে চুম্বন করেন রণবীর। তাঁদের দু’জনের সেই ছবি ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ২১:২২
Share:

কপিল দেব এবং রণবীর কপূরের চুম্বন

রণবীর সিংহের উত্তেজনা এখন আকাশ ছুঁয়েছে! প্রথমত ‘কপিল দেব’-এর জুতোয় পা গলিয়েছেন। কয়েক মুহূর্তের জন্যে হলেও ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক মুহূ্র্তকে নিজের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখতে পেরেছেন। ছবি মুক্তির আগে থেকেই স্ক্রিনিংয়ে প্রশংসা কুড়িয়েছেন। বলি তারকার উত্তেজনা প্রকাশভঙ্গিতে চমকে উঠেছেন ভক্তরা।

Advertisement

সেই রণবীরই খোদ কপিল দেবের মুখোমুখি! অতঃপর? কপিলকে দেখে জাপটে ধরে চুম্বন!

বুধবার বিশেষ কয়েক জনকে নিয়ে ছবিটি দেখানোর বন্দোবস্ত করেছিলেন ‘৮৩’-র নির্মাতারা। রেড কার্পেটে বাস্তব ও পর্দার কপিল একে অপরকে দেখে এগিয়ে যান। মুখোমুখি হতেই রণবীর প্রথমে ক্রিকেটারকে জড়িয়ে ধরেন। তার পরে ছবি তোলার ফাঁকেই একে অপরের গালে চুমু।

Advertisement

১৯৮৩ সাল। ইতিহাস গড়েছিল ভারতীয় ক্রিকেট দল। কপিলের নেতৃত্বে প্রথম বার ভারতের হাতে উঠল বিশ্বকাপ। দলের সদস্যদের নামই হয়ে গেল ‘কপিল’স ডেভিলস’! সেই ঐতিহাসিক সময়কেই ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক কবীর খান।

ছবিতে কপিলের চরিত্রে রণবীর সিংহ। কপিল-ঘরনি রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় দলের সেই সময়কার ম্যানেজার মান সিংহের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement