Ranveer Singh

রণবীর সিংহের ‘ফুট মাসাজ’ করছেন সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ! এই কাণ্ড দেখে রেগে আগুন দর্শকরা

বলিউডের খ্যাতনামী গৃহবধূদের সঙ্গে আড্ডা মারছেন রণবীর। শোয়ের একটা পর্বে এই দৃশ্য দেখা গিয়েছে। ‘রকি অউর রানি কী প্রেম কহানি’ ছবির প্রচারে ওই শোয়ে অংশ নেন রণবীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৫
Share:

রণবীর সিংহ ও মহীপ কপূর। ফাইল চিত্র।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর সিংহের। ক’দিন আগেই নিরাবরণ হয়ে ফোটোশ্যুট করে শোরগোল ফেলে দিয়েছিলেন বলিউডের এই মুহূর্তের প্রথম সারির নায়ক। এ বার এক ওটিটি প্ল্যাটফর্মের একটি শোয়ে মুখ দেখিয়ে বিতর্কে জড়ালেন রণবীর।

Advertisement

রণবীরের ‘ফুট মাসাজ’ করছেন অভিনেতা সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ। এই দৃশ্য ঘিরেই চটেছেন নেটাগরিকদের একাংশ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য ফ্যাবুলাস লাইফস অব বলিউড ওয়াইভস ২’। যেখানে চার খ্যাতনামীর ঘরনিদের জীবনধারার নানা কাহিনি তুলে ধরা হয়েছে।

চার ঘরনি হলেন অভিনেতা সমীর সোনির স্ত্রী অভিনেত্রী নীলম কোঠারি, অভিনেতা চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ ও সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা। এই চার জনের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এই শো-তে।

Advertisement

বলিউডের এই খ্যাতনামী গৃহবধূদের সঙ্গে আড্ডা মারছেন রণবীর। শোয়ের একটা পর্বে এই দৃশ্য দেখা গিয়েছে। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির প্রচারে ওই শোয়ে অংশ নেন রণবীর। ওই পর্বে দেখা গিয়েছে, আড্ডা মারার সময় রণবীরের পায়ে চোট লাগে। যা দেখে সকলে ঘাবড়ে যান। তার পর মহীপের কোলে পা রাখেন রণবীর। যার জেরে অস্বস্তিতে পড়ে যান মহীপ। রণবীরের পা টিপতে দেখা যায় সঞ্জয়-পত্নীকে। তখন বাকিরা হেসে খুন।

যদিও এই দৃশ্য একেবারেই ভাল চোখে নেননি অনেক দর্শক। রণবীর সিংহের এই কীর্তি দেখে তাঁরা সমালোচনায় সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement