Kareena Kapoor Khan

Kareena-Ranveer: সুখী দাম্পত্যের জন্য করিনার কাছে পরামর্শ চেয়েছিলেন রণবীর

করিনার রেডিয়োর অনুষ্ঠানে পর্দার আলাউদ্দিন খিলজি তাঁর কাছে জানতে চেয়েছিলেন, একজন ভাল স্বামী কী ভাবে হওয়া যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২২:১২
Share:

করিনা কপূর খান এবং সইফ আলি খান।

এমনিতে তাঁদের খুব একটা বন্ধুত্ব নেই। কিন্তু দাম্পত্য নিয়ে করিনা কপূর খানের থেকে উপদেশ পেয়েছিলেন রণবীর সিংহ। করিনার রেডিয়োর অনুষ্ঠানে পর্দার আলাউদ্দিন খিলজি তাঁর কাছে জানতে চেয়েছিলেন, একজন ভাল স্বামী কী ভাবে হওয়া যায়।

উত্তরে করিনা বলেছিলেন, “তুমি প্রশংসা পাওয়ার চেষ্টা করছ। গোটা ভারত জানে তুমি দীপিকাকে কতটা ভালবাস। তোমার কোনও পরামর্শ দরকার নেই। সবাই দেখতে পায় দীপিকার প্রতি তোমার ভালবাসা।”

তবে রণবীরের প্রশংসা করেও তাঁকে একটি পরামর্শ দিয়েছিলেন করিনা। তিনি বলেছিলেন, “আমি তোমাকে একটাই পরামর্শ দেব এবং সেটা খুব কার্যকরী। একে অপরকে একা থাকার সময় দেবে। তা হলেই দেখবে সব ঠিক আছে।”

Advertisement

২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। তার আগে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। অন্য দিকে, ‘রামলীলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর এবং দীপিকা। ২০১৮ সালে ইটালির লেক কোমোতে বিয়ে সারেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement