Ranbir Kapoor

Ranbir Kapoor: ভক্তের প্রেম প্রস্তাব পেয়ে ঘুরে দাঁড়ালেন রণবীর...তারপর?

এক ভক্ত চিৎকার করে বললেন, ‘‘রণবীর, আমি তোমায় ভালবাসি’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১২:৩৩
Share:

মহিলামহলে এমনিতেই জনপ্রিয় অভিনেতা রণবীর কপূর। তিনি মনে করেন ভক্তদের ভালবাসা, আবেগ মূল্যবান। সে সবের যথাসম্ভব প্রত্যুত্তর দেওয়ারও চেষ্টা করেন সদ্যবিবাহিত অভিনেতা। সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভক্তের ডাকে সাড়া দিতে কসুর করেন না 'রকস্টার'।

চলতি বছর তারকাদের ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিল দুবাইতে। সেখানে রণবীরও উপস্থিত ছিলেন। দলের অধিনায়ক ছিলেন অভিষেক বচ্চন। গোলাপি জার্সি পরে যখন তাঁরা মাঠে নামছিলেন, তখন অধিনায়ক অভিষেক বচ্চনের পিছন থেকে এক ভক্ত চিৎকার করে বলেছিলেন, "রণবীর, আমি তোমাকে ভালবাসি" তার পরে যা ঘটল তা অসাধারণ।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভক্তের ভালবাসার বহিঃপ্রকাশে আনন্দের সঙ্গে ঘুরে দাঁড়ালেন রণবীর। ইঙ্গিত ভরে চোখ টিপলেন অনুরাগীর দিকে চেয়ে। সেই দেখে উচ্ছ্বসিত অনুরাগীর দল আরও জোরে স্বর তোলেন।

সেই ম্যাচেই আর একটি ভিডিয়োতে দেখা যায়, অনুরাগীদের সঙ্গে হাসিমুখে সেলফি তুলছেন অভিনেতা। ভক্তরা ছুঁয়ে যাচ্ছেন তাঁকে, কোনও বিরক্তি নেই তাঁর মুখে।

Advertisement

পরে একটি সাক্ষাৎকারে রণবীর জানান, সেই ম্যাচ খেলতে গিয়ে যে আদর আপ্যায়ন পেয়েছেন তা ভোলার নয়। সে বার ভক্তদের সামনে অন্য রকম ভূমিকায় থেকে খুব ভাল লেগেছিল অভিনেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement