Rajniesh Duggal

যে কোনও কাজে স্বচ্ছন্দ রজনীশ, পাঁচ সিনেমার সঙ্গে এ বার কী বেছে নিলেন?

যত সময় যাচ্ছে, নানা মাধ্যমের ভেদরেখাগুলোও মুছে যাচ্ছে। সারা বছর কাজের মধ্যে থাকাটাই জরুরি রজনীশের কাছে। এক জায়গায় বসে থাকার চেয়ে ভাল মানুষদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৫
Share:

টেলিভিশনের কাজকে কেন ছোট করে দেখা হয়, জানেন না রজনীশ। ফাইল চিত্র।

অভিনেতা রজনীশ দুগ্গল বিনোদন দুনিয়ার সব ক’টি মাধ্যমেই কাজ করেছেন। বড় পর্দা, ছোট পর্দা বা ওটিটি— সব মাধ্যমেই স্বচ্ছন্দ তিনি। যখন ৫টি ছবির কাজ রয়েছে তাঁর ঝুলিতে, আবার ফিরছেন ধারাবাহিকে। কেরিয়ারের এই ভরা সময়ে অভিনেতারা সাধারণত ছোট পর্দায় কাজ করার সিদ্ধান্ত নেন না। রজনীশ কেন ফিরছেন?

Advertisement

অভিনেতা বললেন, “চারটে প্রজেক্টের শুটিং সদ্য শেষ করেছি। কিন্তু আমি মনে করেছিলাম, যদি এই কাজগুলো মুক্তি না পায়, বা আটকে থাকে এই কোভিড পরিস্থিতিতে, তাহলে কী হবে! সেই সময়ে অন্য যে কাজগুলো আসছিল, আমার পছন্দ হচ্ছিল না। সেগুলো করে সুবিধা হবে না বলেই মনে হচ্ছিল। তখন ভাবলাম, তা হলে টেলিভিশন কেন নয়? অনেক প্রস্তাবও পেয়েছিলাম।”

টেলিভিশনের কাজকে কেন ছোট করে দেখা হয়, জানেন না রজনীশ। এই প্রবণতা সম্পর্কে বললেন, “সৌভাগ্যক্রমে আমার গায়ে টেলিভিশন অভিনেতার তকমা লেগে নেই। আর যত সময় যাচ্ছে, নানা মাধ্যমের ভেদরেখাগুলোও মুছে যাচ্ছে।”

Advertisement

সারা বছর কাজের মধ্যে থাকাটাই তাঁর কাছে জরুরি। রজনীশ জানান, এক জায়গায় বসে থাকার চেয়ে ভাল মানুষদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন তিনি।, ‘খতরোঁ কে খিলাড়ি’-তে কাজ করার সময় তিনি শিখেছিলেন, যে কোনও কাজে একশো শতাংশ দিতে হয়।

অভিনেতার কথায়, “খুব বেশি হলে তুমি ব্যর্থ হবে, কিন্তু এই সন্তুষ্টি থাকবে যে, তোমার চেষ্টাটা সৎ ছিল।”

রজনীশ তাই কঠোর পরিশ্রমে বিশ্বাসী।

তাঁর নতুন ছবি ‘ইনস্পেক্টর অবিনাশ’ আসছে। এখানে তাঁর সহ-অভিনেতা রণদীপ হুডা, উর্বশী রওতেলা। ‘ফ্রন্ট পেজ’- এর মতো ওয়েব শো-তেও কাজ করবেন তিনি, আসবে বড় পর্দার কাজও।। সব মিলিয়ে নানা মাধ্যমে নানা ধরনের কাজ করতে পেরে তৃপ্ত অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement