Raj Kundra Porn Case

‘শিল্পার নাম নেবেন না!’ স্ত্রী সম্পর্কে কেন এমন বললেন পর্নোগ্রাফি-কাণ্ডে অভিযুক্ত রাজ?

গত চার বছরে তিনি ইডি-র সঙ্গে সহযোগিতা করছেন। আগামীতেও করবেন। কেবল শিল্পাকে যেন এই বিষয় থেকে রেহাই দেওয়া হয়, দাবি রাজের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৪:০৩
Share:

পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে না জড়ানোর অনুরোধ রাজ কুন্দ্রার। ছবি: সংগৃহীত।

পর্নোগ্রাফি কেলেঙ্কারি নিয়ে যত বার ইডি তলব করেছে, তত বার রাজ কুন্দ্রার সঙ্গে নাম জড়িয়েছে শিল্পা শেট্টির। স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যম এবং অনুরাগীদের কৌতূহল, তা হলে কি ব্যবসায়ী স্বামীর কুকীর্তির সঙ্গে তাঁর অভিনেত্রী স্ত্রীও জড়িত? শুক্রবার ফের তারকা দম্পতির বাড়িতে ইডি হানা দিতেই রাজের সঙ্গে শিরোনামে শিল্পাও। খবর, আর্থিক তছরুপ-সহ পর্নোগ্রাফি মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। ওই দিন সকাল থেকে তাঁদের বাড়ি ও অফিস, দু’জায়গায় হানা দেয় ইডি। শিল্পার নাম জড়ানোয় সেই প্রসঙ্গে পরে বিবৃতি দেন অভিনেত্রীর আইনজীবী। শনিবার মুখ খোলেন খোদ রাজ। তাঁর কথায়, “এই মামলায় বার বার অযথা শিল্পার নাম জড়ান হচ্ছে। আমার অভিনেত্রী স্ত্রী কোনও ভাবে এর সঙ্গে জড়িত নয়। আশা করি, আগামী দিনে কেউ এ ব্যাপারে সীমা লঙ্ঘন করবেন না।”

Advertisement

ইডি হানা নিয়েও বিবৃতি দেন অভিযুক্ত ব্যবসায়ী। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “যাঁরা ঘটনার মধ্যে অতিনাটকীয়তা খোঁজার চেষ্টা করছেন তাঁদের জানাই, গত চার বছর ধরে এই মামলার তদন্তের সঙ্গে জড়িত। যত বার আমায় তলব করা হয়েছে সাড়া দিয়েছি। আগামীতেও দেব। আদৌ পর্নোগ্রাফি মামলা বা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কিনা, সেটা সময় বলবে।” তাঁর অনুরোধ, অযথা রং চড়িয়ে সত্যকে ঢাকার চেষ্টা না করাই ভাল। রাজের আশা, শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হবে।

শিল্পার আইনজীবী যদিও রাজ-শিল্পার বাড়িতে ইডি হানার মতো তথ্যকেই অস্বীকার করেছেন। তাঁদের বাড়িতে বা অফিসে ইডি হানা দেয়নি বলেই জানান তিনি। আইনজীবী বিবৃতিতে বলেন, ‘‘সকাল থেকে দেখছি আমার মক্কেলের বাড়িতে নাকি ইডি হানা দিয়েছে। একেবারে ভিত্তিহীন খবর এটা। যত দূর আমি জানি, এই ঘটনার তদন্ত চলছে এবং রাজ তদন্তে সব দিক থেকে সাহায্য করছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement