Raj Chakraborty

Raj Chakraborty-Subhashree Ganguly: মাথা ভর্তি ঘন চুল উধাও! রাজ-শুভশ্রীর ‘রসগোল্লা’কে চিনতে পারছেন?

রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, ন্যাড়া মাথায় হাত বোলাচ্ছে ইউভান। মজা করে অভিনেত্রী লিখেছেন, ‘সব গেল।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১২:৫৬
Share:

রাজ এবংশুভশ্রীর সঙ্গে ইউভান।

কাল ছিল, আজ নেই!

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একরত্তি ইউভানকে এক ঝলকে চেনা দায়। তার মাথার এক ঢাল ঘন কোঁকড়া চুল উধাও! এখন সে ন্যাড়া মাথা। রাজের কথায়, ‘রসগোল্লা’।

মা-বাবার উদ্যোগেই যে ইউভানের মাথা ফাঁকা, তা আর বুঝতে বাকি থাকে না। রবিবার সকাল সকাল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, ন্যাড়া মাথায় হাত বোলাচ্ছে ইউভান। মজা করে অভিনেত্রী লিখেছেন, ‘সব গেল।’

Advertisement

অন্য দিকে, স্ত্রী-পুত্রের সঙ্গে ছবি দিয়েছেন রাজ। শুভশ্রীর কোলে ইউভান। তার চোখ ক্যামেরায়। বিধায়ক-পরিচালক লিখেছেন, ‘এটা কে? পরিবারের নতুন সদস্য। আমাদের রসগোল্লা ইউভান।’

পোস্টের মন্তব্য বাক্সে ঐন্দ্রিলা শর্মা, অরুণিমা ঘোষেরা বলছেন ইউভানকে ‘মিষ্টি’ লাগছে। আবার দেবলীনা কুমার একরত্তিকে দেখে মজা করে লিখেছেন, ‘হায় রে।’

জন্মের পর এই প্রথম চুল কাটল ইউভান। রাজ-শুভশ্রীর একরত্তির এই নতুন রূপ মনে ধরেছে অনুরাগীদের। পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলে তা আর বুঝতে বাকি থাকে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement