Madhabi Mukherjee

Madhabi Mukherjee: করোনার পরে প্রথম শ্যুটিং ফ্লোরে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, জানল আনন্দবাজার অনলাইন

দু'বছর বাদে শ্যুটিং ফ্লোরে অভিনেত্রী মাধবী। পরিচালক প্রমিতা ভৌমিকের 'প্রবাহ' নামক ছোটো ছবিতে টানা দু দিন শ্যুট করলেন সত্যজিতের 'চারুলতা'।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ২৩:০৬
Share:

দু'বছর বাদে শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

দু'বছর বাদে শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। পরিচালক প্রমিতা ভৌমিকের 'প্রবাহ' নামক ছোটো ছবিতে টানা দু দিন শ্যুট করলেন সত্যজিতের 'চারুলতা'। প্রতিবেশী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন তিনি। নিজেও কয়েক দিন অসুস্থ হয়ে পড়েন। শ্যুটিং ফ্লোর থেকে আনন্দবাজার অনলাইনকে বললেন, " এখন ভাল আছি।এত বছরের অভিনয় জীবনে এই প্রথম ছোট ছবিতে কাজ করলাম আমি। নতুন পরিচালক। কাজ করে বেশ লাগল।"
চিত্রনাট্য শুনে তার পরেই সম্মতি জানান বর্ষীয়ান অভিনেত্রী। খুব দূরে শ্যুটিং বা দীর্ঘ দিনের শ্যুটিং আর করতে চাইছেন না তিনি। কলকাতা বলেই কাজ করতে রাজি হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement