Rahul Mahajan

বিয়ে ভেঙেছে তিন বার, তবু খোরপোশে এক পয়সা খরচ করেননি, জানালেন রাহুল মহাজন

তিন বার বিয়ে করেন, বিবাহবিচ্ছেদও হয়েছে। বিয়ে ভাঙতে খোরপোশও দিতে হয়নি কোনও স্ত্রীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২
Share:

রাহুল মহাজন। ছবি: সংগৃহীত।

রাহুল মহাজন হিন্দি টেলিভিশনের রিয়্যালিটি শোয়ের পরিচত মুখ। এ ছাড়াও মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবারের ছেলে হিসাবে তাঁর প্রভাব-প্রতিপত্তিও রয়েছে। তবে বিয়ের ব্যাপারে রাহুলের খ্যাতি যথেষ্ট। বার বার বিয়ে করছেন, প্রতি বারই ভেঙেছে রাহুলের বিয়ে। প্রথম বার বিয়ে করেছিলেন ২০০৬ সালে, ১৩ বছরের বন্ধু পেশায় পাইলট শ্বেতা সিংহকে। দ্বিতীয় বার বিয়ে করেন কলকাতার মডেল ডিম্পি গঙ্গোপাধ্যায়কে। ২০১০ সালে রাহুল ‘দুলহনিয়া লে জায়েগা’ শোয়ে ডিম্পিকে নিজের পাত্রী হিসাবে নির্বাচন করেন। ক্যামেরার সামনে বিয়ে হয় তাঁদের। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই রাহুলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন ডিম্পি। তাঁর প্রথম বিয়ে ভাঙার ক্ষেত্রেও কারণও ছিল গার্হস্থ্য হিংসা। তার পর মাঝে চার বছরের বিরতি। ২০১৮ সালে এক বিদেশিনীকে বিয়ে করেন রাহুল। এ বার সেই বিয়ে ভাঙার পথে। তিন বার বিয়ে করেছেন। বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে এক দিকে যেমন কোনও সন্তান হয়নি রাহুলের, তেমনই নাকি খোরপোশের পিছনেও খরচ করেননি এক টাকাও।

Advertisement

কাজাখস্তানের মডেল নাতালিয়া ইলিনাকে বিয়ে করেন রাহুল। এটি তাঁর তৃতীয় বিয়ে। কিন্তু, বোঝাপড়ার অভাবে ভেঙে যাচ্ছে সেই বিয়েও। তিন বার বিয়ে করেও খোরপোশের পিছনে টাকা খরচ হয়নি রাহুলের। কারণ প্রতিটি বিবাহবিচ্ছেদই ছিল পারস্পরিক সম্মতিতে।

বয়স প্রায় ৪৮। একাধিক বার বিয়ে করেছেন, তবু নিঃসন্তান রাহুল। তাঁর কথায়, ‘‘আমি কখনই চেষ্টা করিনি সন্তানের। ইচ্ছাও হয়নি। বলা যেতে পারে, আমার সন্তানের প্রয়োজন নেই। ডিম্পির সঙ্গে সম্পর্কে থাকাকালীন সন্তানের চেষ্টা করেছিলাম। তবে ডিম্পির গর্ভপাত হয়ে যায়। ব্যস্‌, তৃতীয় বিয়েতে আমি কিংবা নাতালিয়া কখনওই সন্তানের চেষ্টা করিনি।’’

Advertisement

তবে তৃতীয় বার বিবাহবিচ্ছেদ মানসিক আঘাত দিয়েছে রাহুলকে। এই মুহূর্তে মনোবিদের পরামর্শ নিচ্ছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement