কত টাকা দিলেন অল্লুর ছবির পরিচালক মৃতার পরিবারকে? ছবি: সংগৃহীত।
সোমবার তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের বাড়িতে গিয়েছিল তেলঙ্গানা পুলিশের একটি দল। অভিনেতাকে আইনি নোটিস দিয়ে যায় তারা। তাতে বলা হয়েছে, মঙ্গলবারই অল্লুকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে যেতে হবে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, সেই কথা রেখেছেন অল্লু। মঙ্গলবার সকালে থানায় হাজিরা দেন অভিনেতা। রবিবারই প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনার জেরে অভিনেতার বাড়িতে ভাঙচুর চালায় একদল জনতা। ঘটনায় মৃতা মহিলার পরিবারের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘পুষ্পা ২’ ছবির প্রযোজকেরা।
গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২-দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর ৮ বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে অল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। এ বার মৃতা মহিলার পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর। তাঁরা মৃতার স্বামীর হাতে এই টাকা তুলে দেন।
প্রযোজক নবীন বলেন, ‘‘যা ঘটেছে তা অনভিপ্রেত ও দুঃখজনক। আমরাও গভীর ভাবে মর্মাহত এই ঘটনায়। রেবতীর মৃত্যু তাঁর পরিবারের বিরাট ক্ষতি। ওঁর ছেলে এখনও চিকিৎসাধীন। চিকিৎসকেরা সব রকম ভাবে চেষ্টা করছেন। এমন অবস্থায় আমরা পরিবারটির পাশে দাঁড়াতে চেয়েছিলাম। এই আর্থিক সাহায্য তারই একটা ছোট্ট প্রয়াস।’’