প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এ বার ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র পাশে টলিউডের ‘অভিভাবক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফেডারেশনের তরফ থেকে নেটমাধ্যমে ভাগ করে নেওয়া এক বিবৃতি বলছে, ফেডারেশনের কলাকুশলী ছাড়াই একটি বিজ্ঞাপনী ছবির শ্যুট চলছিল। তাতে ছিলেন প্রসেনজিৎ। পুরো ঘটনা জানার পরেই সেই শ্যুট বাতিল করেন তিনি। ফেডারেশনের তরফ থেকে বিবৃতি দিয়ে আন্তরিক ধন্যবাদ জানানো হয় প্রসেনজিৎকে।
ঠিক কী ঘটেছিল? পোস্ট বলছে, ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এক নামী সংস্থার একটি বিজ্ঞাপনের শ্যুট চলছিল। ক্যামেরার সামনে আসার আগে সে কথা জানতে পারেন টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। সঙ্গে সঙ্গে তিনি শ্যুট থেকে পিছিয়ে আসেন। এবং তৎক্ষণাৎ সেটি ফেডারেশনকে জানান। একই সঙ্গে এও বলেন, তিনি ফেডারেশনের কলাকুশলীদের সঙ্গে নিয়েই শ্যুটিং করতে চান। প্রয়োজনে তিনি অন্য আরেক দিন ডেট দিতেও প্রস্তুত আছেনI
ফোনে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সাড়া দেননি। তবে বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ক্ষমতার অলিন্দে বসে প্রতিনিয়ত কলাকুশলীদের সমালোচনা করেন, বিপদের দিনে পাশে দাঁড়িয়ে কলাকুশলীদের সঙ্গে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার ন্যূনতম প্রয়োজনটুকুও বোধ করেন না, তাঁরা ভুলে যান তাঁরাও কিন্তু কলাকুশলীদের উপরেই নির্ভরশীল! অথচ সৌজন্যের ধারও ধারেন না এই মানুষগুলোI