টলিউডের এই প্রশ্নই বড় পর্দার ‘নির্মল মণ্ডল’কে করেছিল আনন্দবাজার অনলাইন। জবাবে ‘খুকুর বাবা’র যুক্তি, ‘‘মাঝেমধ্যে সব খাওয়া উচিত। জানা দরকার, বাড়তি ক্যালরি কী ভাবে পুড়িয়ে বা ঝরিয়ে ফেলতে হয়। জীবনে নিয়ম আর বেনিয়ম দুটোই থাকবে। তবে নিক্তি মেপে। বেহিসেবি ভাবে নয়!’’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
টলিউডের বদ্ধমূল ধারণা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিচ্ছু খান না! সে জন্যে বয়সও তাঁর শরীরে থাবা বসাতে পারেনি। প্রসেনজিতের মেদহীন শরীর, টানটান ত্বক এই প্রজন্মের যে কোনও নায়কের ঈর্ষার কারণ হতে পারে।
কী কারণে বয়স টালিগঞ্জের ‘বুম্বাদা’র থেকে শতযোজন দূরে? বাংলা বিনোদন দুনিয়া বলে, কঠোর নিয়ম মেনে চলেন তিনি। নিয়মিত শরীরচর্চা করেন। তেল, ঝাল, মশলা, মিষ্টি, ভাজাভুজি এক দম খান না। আর দৃষ্টিভোজে পেট ভরান, তাই! তবে নিজের তৈরি নিয়ম যে তিনি ভাঙতেও পারেন, মঙ্গলবার তার হাতেগরম প্রমাণ দিলেন স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’। রেস্তরাঁয় দিব্যি ডেজার্টে কামড় বসাতে দেখা গেল তাঁকে! নিজেই জানিয়েছেন, পছন্দের পেস্ট্রি আর আইসক্রিম খেয়েছেন। কিন্তু মাত্র এক চামচ! সে অবশ্য ‘খাওয়া’ নয়। ‘চেখে দেখা’। সেই দৃশ্যের রিল ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিতেই শোরগোল। অবাক টলিউডের প্রশ্ন, ‘বুম্বাদা’ও তা হলে নিয়ম ভাঙেন? শুধুই দৃষ্টিভোজ সারেন না! পছন্দসই ভালমন্দ খাবার পেলে চেখেও দেখেন!
টলিউডের এই প্রশ্নই বড় পর্দার ‘নির্মল মণ্ডল’কে করেছিল আনন্দবাজার অনলাইন। জবাবে ‘খুকুর বাবা’র যুক্তি, ‘‘মাঝেমধ্যে সব খাওয়া উচিত। জানা দরকার, বাড়তি ক্যালরি কী ভাবে পুড়িয়ে বা ঝরিয়ে ফেলতে হয়। জীবনে নিয়ম আর বেনিয়ম দুটোই থাকবে। তবে নিক্তি মেপে। বেহিসেবি ভাবে নয়!’’