Warner Brothers

নতুন স্ট্র্যাটেজি

একটি বিষয় পরিষ্কার, হলিউডও আপাতত ওটিটিকেই মান্যতা দিচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০০:৩৩
Share:

ওয়ান্ডার উওম্যান

করোনাভাইরাস বিনোদন দুনিয়াকে এমন একটা পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে, বারবার বদলাতে হচ্ছে স্ট্র্যাটেজি। ওয়ার্নার ব্রাদার্সের ‘ওয়ান্ডার উওম্যান নাইন্টিন এইটিফোর’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছর গ্রীষ্মে। করোনার কারণে যা পিছিয়ে অগস্ট, অক্টোবর... থেকে আগামী বছরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এ বার খানিক ঝুঁকি নিয়ে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, ক্রিসমাসে আমেরিকায় রিলিজ় করবে গ্যাল গ্যাডট অভিনীত এই সুপারহিরো মুভি। চমক হল, একই দিনে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও আসবে ছবিটি। প্রথম এক মাস সাবস্ক্রিপশন ছাড়াই দেখা যাবে।

Advertisement

এই স্ট্র্যাটেজি থেকে একটি বিষয় পরিষ্কার, হলিউডও আপাতত ওটিটিকেই মান্যতা দিচ্ছে। ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ হলে রিলিজ় করে প্রত্যাশিত বক্স অফিস সাফল্য মেলেনি। যার জন্য ‘মুলান’-এর মতো জনপ্রিয় ছবি ওটিটি-তে রিলিজ় করে। ‘দ্য উইচেস’ও এইচবিও ম্যাক্সেই রিলিজ় করবে। মাসখানেক আগে ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী সংস্থা ওয়ার্নার মিডিয়া লঞ্চ করে এইচবিও ম্যাক্স। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মকে জনপ্রিয় করার জন্য ‘ওয়ান্ডার উওম্যান...’-এর মতো ছবির প্রিমিয়ার করা হচ্ছে, বলে বিশেষজ্ঞদের মত। ভারত এবং অন্যান্য দেশে কবে ছবিটি দেখা যাবে তা এখনও চূড়ান্ত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement