priyanka sarkar

Priyanka Sarkar: লকডাউনে নতুন শখ জাগল প্রিয়াঙ্কার, কী শিখলেন অভিনেত্রী? দেখুন ভিডিয়ো

ভিডিয়ো পোস্ট করে তিনি তাঁর অনুরাগীদের কাছ থেকে জানতে চেয়েছেন, কে কে নতুন কী শিখেছেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১২:৫৮
Share:

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

খারাপ সময়ে ভাল থাকার উপায় খুঁজছেন সবাই। বুধবার থেকে টলিপাড়ার ঝাঁপ খুললেও বড় পর্দার শ্যুটিং এখনই শুরু হচ্ছে না। কিন্তু তা বলে সময় নষ্ট করছেন না কোনও তারকাই। মানুষের সেবা থেকে শুরু করে নিজের যত্ন— সবই চলছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও আয়ত্ত করলেন নতুন শিক্ষা। হুপিং শিখেছেন তিনি। তাঁর দক্ষতার প্রমাণও দিয়েছেন নেটমাধ্যমে।

Advertisement

বড় গোল চাকতি নিয়ে পেট ও কোমরের সাহায্যে তা ঘোরাতে থাকাকেই বলা হয় হুপিং। একইসঙ্গে হাতের সাহায্যও লাগে। সবই আয়ত্ত করেছেন প্রিয়াঙ্কা। ভিডিয়ো পোস্ট করে তিনি তাঁর অনুরাগীদের কাছ থেকে জানতে চেয়েছেন, কে কে নতুন কী শিখেছেন? নতুন শেখা ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কাকে তাতে ট্যাগ করলেই প্রিয়াঙ্কা সেগুলো দেখতে পারবেন। অভিনেত্রী নিজের মতো করে মানুষের মধ্যে নতুন শখ জাগাচ্ছেন। শখের চর্চার করার পরামর্শ দিচ্ছেন। যাতে মন ভাল থাকে সবার।

অভিনেত্রী লিখেছেন, ‘ব্যস্ত থাকাও ভাল থাকার উপায়। এটাকে আমার নতুন শখ বলতে পারেন আপনারা। সবাই ভাল থাকুন।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement