Alia Bhatt

Jee Le Zara: গার্লস রোডট্রিপে সফরসঙ্গী আলিয়া, প্রিয়ঙ্কা ও ক্যাটরিনা

প্রিয়ঙ্কা, ক্যাটরিনা এবং আলিয়া তিনজনের মধ্যেই সখ্য রয়েছে। ছবির কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তিন নায়িকাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ০৬:২০
Share:

আলিয়া, প্রিয়ঙ্কা, ক্যাটরিনা

ঠিক কুড়ি বছর আগে তিন বন্ধু গোয়া পাড়ি দিয়েছিল, আর দর্শক পেয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’। ২০১১ সালে বন্ধুদের আর এক সফর ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’ দিয়েছিল একরাশ ভাললাগা। বন্ধুত্বের সেই রোডট্রিপ আরও একবার... সফরসঙ্গী তিন নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্ট। ছবির নাম ‘জি লে জ়রা’, পরিচালক ফারহান আখতার। এই গার্লস রোডট্রিপের জন্য কলম ধরেছেন ফারহান, জ়োয়া আখতার এবং রিমা কাগতি।

Advertisement

প্রিয়ঙ্কা, ক্যাটরিনা এবং আলিয়া তিনজনের মধ্যেই সখ্য রয়েছে। ছবির কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তিন নায়িকাই। তাঁদের বয়ানে স্পষ্ট, দু’বছর আগেই এই ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। প্রিয়ঙ্কা লিখেছেন, ২০১৯ এর নভেম্বরে মুম্বইয়ে এক বৃষ্টির রাতে কী ভাবে তাঁর মাথায় নারীকেন্দ্রিক মাল্টিস্টারার ছবির ভাবনা আসে, যা তিনি পরে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এর পর ছিল ভাবনাকে রূপ দেওয়ার প্রক্রিয়া। তার জন্য তিন নায়িকাই আস্থা রেখেছিলেন ফারহান, জ়োয়া এবং রিমার উপরে। নায়িকারা তাঁদের যে ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তোলা। তখনই তিন বন্ধু ঠিক করে নিয়েছিলেন, পর্দার রোডট্রিপ সফল করতেই হবে। তবে ট্রিপের ডেস্টিনেশন এখনই জানা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement