Priyanka Chopra

Nick-Priyanka: ছুটি কাটানোর ঠিকানা যখন বাড়িই, মালতীকে নিয়ে জলে নামলেন নিক-প্রিয়ঙ্কা

সব সময় মালতীর কাছাকাছি থাকতে চান নিক-প্রিয়ঙ্কা। সপ্তাহান্তে আনন্দঘন পারিবারিক ছবি প্রকাশ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১২:১৮
Share:

সপ্তাহান্তে আনন্দঘন পারিবারিক ছবি

ছুটি কাটাতে কাটাতে দূরে কোথাও যেতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। ঘরে বসেই যে আনন্দ করা যায়, দেখিয়ে দিলেন নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া। লস এঞ্জেলেসের বাড়িতে সুইমিং পুলের ধারে ছোট্ট মালতীকে নিয়েই কেটে গেল সপ্তাহান্ত।

Advertisement

ধরে রাখা জলের তরঙ্গ দেখতে দেখতে পাড়ে বসে চলল পারিবারিক চড়ুইভাতি। পুলের নীল জলের সঙ্গে রং মিলিয়ে টেবিলের আচ্ছাদন, সাদা প্লেটের উপর নরম নীল রুমাল। ছড়িয়ে-ছিটিয়ে সাদার উপর নীল কাজ করা পোর্সেলিনের পেয়ালা-পিরিচ। মেয়েকে নিয়ে রাজকীয় খানাপিনা সারলেন নিক-প্রিয়ঙ্কা।

তার পর মেয়েকে নিয়েই নামলেন পুলে। রোদ ঢাকতে বাবা-মায়ের চোখে সানগ্লাস। আর একরত্তি মালতীর মাথায় সাদা লেসওয়ালা টুপি। মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও অবয়ব, কচি গোলাপি হাত-পা বার বার ফ্রেমে রেখে অনুরাগীদের কৌতূহল বাড়িয়েই চলেছেন তারকা-দম্পতি।

Advertisement

পুলের ধারে ছোট্ট মালতীকে নিয়েই কেটে গেল সপ্তাহান্ত

সপ্তাহান্তের একগুচ্ছ ছবি পরস্পরকে ট্যাগ করে পোস্ট করলেন তাঁরা। প্রিয়ঙ্কা লিখলেন, ‘আশ্চর্য জীবন!’ সঙ্গে শিশু এবং হৃদয়ের চিহ্ন এঁকে দিলেন।

বাড়ির পুলেই এর আগে প্রিয়ঙ্কার একাধিক স্নানসিক্ত ছবি রয়েছে। ভিডিয়োও ছিল, যেখানে কালো বিকিনিতে পুরনো দিনের হিন্দি গান শুনতে শুনতে ঝলসে উঠেছিলেন নিক-ঘরনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement