Prabhas

Prabhas: প্রভাসের ছবির খবর নেই! ভক্তের সুইসাইড নোটে উপচে পড়ল রাগ-অভিমান

সুইসাইড নোটে ওই অনুরাগীর দাবি, আগে কোনও দিন তিনি এ ভাবে চিঠি লেখেননি। নিজের মৃত্যুর কথা জানাতেই এই প্রথম কলম ধরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১৭:১৩
Share:

প্রভাসের ছবির খবর জানতে চেয়ে সুইসাইড নোট ভক্তের।

প্রভাসের একনিষ্ঠ ভক্ত। পথ চেয়ে থাকেন ‘বাহুবলী’র ছবির অপেক্ষায়। সে ভাবেই অভিনেতার নতুন ছবি ‘রাধে শ্যাম’-এর জন্য দিন গোনা শুরু। কিন্তু প্রভাসের নতুন কাজের কোনও খবরই যে নেই। অধৈর্য হয়ে উঠছিলেন ভক্ত। সেই হতাশাই উঠে এল সুইসাইড নোটে। ‘ইউভি ক্রিয়েশনস টিম’ এবং ছবির পরিচালক রাধা কৃষ্ণকে তাঁর আত্মহত্যার জন্য দায়ী করেছেন ওই ব্যক্তি।

সুইসাইড নোটে ওই অনুরাগীর দাবি, আগে কোনও দিন তিনি এ ভাবে চিঠি লেখেননি। নিজের মৃত্যুর কথা জানাতেই এই প্রথম কলম ধরা। নেটমাধ্যমে আরও একটি পোস্টে ওই ভক্ত লিখেছেন, বহু দিন ধরেই প্রভাসের ছবির অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নির্মাতারা নাকি তাঁর অনুরোধকে গুরুত্ব দেননি। এর পরেই আর ধৈর্য রাখতে পারেননি তিনি।

Advertisement

ইতিমধ্যেই যদিও ‘রাধে শ্যাম’ ছবির ঝলক এবং ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে। প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বাজেটের এই ছবিতে প্রভাসের বিপরীতে পূজা হেগড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement