Kabhi Eid Kabhi Diwali

সলমনের নায়িকা

নায়কের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে, ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৮
Share:

সলমন ও পূজা

সলমন খানের নায়িকাদের তালিকায় সংযোজিত হল আর একটি নতুন নাম। নায়কের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে, ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে। সলমন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, আগামী বছর ইদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর আগে ‘হাউজ়ফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন। সেখানে তিনি
ছিলেন অক্ষয়কুমারের বিপরীতে। তাই এ বার সলমনের নায়িকা হিসেবে পূজার উপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাঁকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে। সলমনের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ইদে আসছে সলমন ও দিশা পাটনি অভিনীত ‘রাধে’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement