Sushant Singh Rajput death

নেপথ্য কারণ কী? চলছে তদন্ত

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কারণ আত্মহত্যা, এটা স্পষ্ট হলেও নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ০০:০১
Share:

সুশান্ত

সুশান্ত সিংহ রাজপুতের ভিসেরা রিপোর্ট নেগেটিভ। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেও দেহে কোনও বিষক্রিয়া বা রাসায়নিক পদার্থ ছিল কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল জে জে হসপিটালে। সেই রিপোর্টে সন্দেহজনক কিছু মেলেনি। মৃত্যুর কারণ আত্মহত্যা, এটা স্পষ্ট হলেও নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। সুশান্তের কাজের জায়গা এবং কাছের মানুষদের বয়ান রেকর্ড করা হচ্ছে। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র নায়িকা সঞ্জনা সাংঘির বয়ান রেকর্ড করার পরে ডাক পড়েছে পরিচালক শেখর কপূরের। সুশান্তের মৃত্যুর পরেই শেখর টুইট করেছিলেন, যেখানে সুশান্তের সমস্যার কথা পরিচালক জানতেন বলেই আভাস পাওয়া গিয়েছিল। সেই টুইটের প্রেক্ষিতেই তাঁর বয়ান রেকর্ড করা জরুরি বলে মনে করছে পুলিশ। পরিচালকের ‘পানি’তে কাজ করার কথা ছিল সুশান্তের। পরে প্রজেক্টটি স্থগিত হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement