Payel Rohatgi

Payel Rohatgi: আবাসনের চেয়ারপার্সনকে হুমকি, গ্রেফতার মডেল-অভিনেত্রী পায়েল রোহতগি

খবর, প্রায়শই আবাসনের চেয়ারপার্সনের সঙ্গে কাজিয়ায় জড়াতেন পায়েল। তবে এ বার ঝামেলা হাতের বাইরে চলে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৬:৩১
Share:

পায়েল রোহতগি।

নিজের আবাসনের চেয়ারপার্সনকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেফতার করল আমদাবাদ পুলিশ।

খবর, প্রায়শই আবাসনের চেয়ারপার্সনের সঙ্গে কাজিয়ায় জড়াতেন পায়েল। তবে এ বার ঝামেলা হাতের বাইরে চলে যায়। ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী তাঁকে হত্যা করার হুমকি দেন। এর আগে চেয়ারপার্সনের উদ্দেশে অশ্লীল কথা বলে নেটমাধ্যমেও ভিডিয়ো পোস্ট করেছিলেন পায়েল। পরে যদিও সেই ভিডিয়ো তুলে নিয়েছিলেন পায়েল, কিন্তু ব্যাপারটা সেখানেই মিটে যায়নি।

গত ২০ জুন পায়েলের সঙ্গে তাঁর আবাসনের চেয়ারপার্সনের বিতণ্ডার সমাধান করতে আবাসিকরা একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে তাঁকে চুপ করে থাকার অনুরোধ করা হলে সহ আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন পায়েল।

২০১৯ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার আগেও ফেসবুক লাইভে এসে জওলাল নেহরুর স্ত্রী কমলা নেহরু এবং নেহরু পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement