Parineeti Chopra

Priyanka Chopra: ১০০ দিন পর ফিরল প্রিয়ঙ্কা-কন্যা ।। হাসপাতালে জওয়ানের মতো দাঁড়িয়ে ছিল দিদি: পরিণীতি

চিকিৎসক সন্তান জন্মের তারিখ দিয়েছিলেন এপ্রিল মাসে। কিন্তু ১২ সপ্তাহ আগেই প্রিয়ঙ্কা-নিকের সন্তানের জন্ম দিয়েছিলেন সারোগেট মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১১:৩৬
Share:

‘নিয়ঙ্কা’র সন্তানকে নিয়ে মুখ খুললেন পরিণীতি

নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে কেটেছে ১০০ দিনেরও বেশি! প্রায় চার মাস পরে ঘরে ফিরল প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সন্তান। মাতৃদিবসে সেই আনন্দ ভাগ করে নিলেন তারকা দম্পতি। সঙ্গে মেয়ের প্রথম ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি মা-বাবা। ছবিতে দেখা যাচ্ছে, কন্যাকে বুকে আগলে রেখেছেন প্রিয়ঙ্কা। পাশে রয়েছেন নিক। প্রিয়ঙ্কা এই ছবির সঙ্গে লিখলেন, ‘এই কয়েকটা মাস যে কত টানাপড়েনের মধ্যে দিয়ে গেলাম! ১০০ দিনের প্রতীক্ষার পর অবশেষে আমাদের ছোট্ট মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি আনতে পেরেছি। যাঁরা এই দীর্ঘ পথের প্রতিটি ধাপে নিঃস্বার্থ ভাবে ছিলেন তাঁদের সকলকে এবং ক্যালিফোর্নিয়ার সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই।’

প্রিয়ঙ্কার এই পোস্টে বলি তারকারা শুভেচ্ছা জানালেন তারকা দম্পতিকে। সেখানেই পরিণীতি তাঁর তুতো দিদি এবং জামাইবাবুর উদ্দেশে লিখলেন, ‘গত তিন মাস তোমাদের এ রকম ভাবেই দেখেছি। আর মিমি দিদি (প্রিয়ঙ্কাকে যে নামে ডাকেন পরিণীতি), হাসপাতালে আমি এক জওয়ানকে দেখেছি টানা দাঁড়িয়ে থাকতে। সেটা হল তুমি। একরত্তি যে এই কয়েক দিনেই নিজের অজান্তে আমাদের কত কী শিখিয়ে দিল! চলো, এ বার তার দুষ্টুমিকে প্রশ্রয় দেওয়ার সময় এসে গিয়েছে।’

গত জানুয়ারি মাসের শেষের দিকে সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। কিন্তু তখনই সন্তানকে বাড়ি আনতে পারেননি প্রিয়ঙ্কা-নিক। চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন, আরও বেশ কিছু দিন একরত্তিকে থাকতে হবে হাসপাতালে। চিকিৎসক সন্তান জন্মের তারিখ দিয়েছিলেন এপ্রিল মাসে। কিন্তু ১২ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে কিছু জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল ‘নিয়ঙ্কা’র মেয়েকে।

Advertisement

প্রিয়ঙ্কা ও নিক তাঁদের মেয়ের নাম রেখেছেন সংস্কৃত এবং লাতিনের মিশেলে। সেই নাম, মালতি ম্যারি চোপড়া জোনাস। সংস্কৃত শব্দ ‘মালতি’র অর্থ ছোট সুগন্ধি ফুল অথবা চাঁদনি রাত। অন্য দিকে, ‘ম্যারি’ লাতিন শব্দ ‘স্টেলা মারিস’ থেকে এসেছে, যার অর্থ সমুদ্রের উপরের তারা। এই নাম যদিও বাইবেলে রয়েছে। যিশুর কুমারী মা মেরির নামের ফরাসি সংস্করণ এটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement