Bollywood Scoop

পার্টিতে ঢুকলেন হাসিমুখে, বেরোনোর সময় পলকের গোমড়া মুখ, উঁকি দিলেন ইব্রাহিমও

ডেনিমের কাঁধখোলা পোশাক পরে রাতের পার্টিতে এলেন পলক, ঢোকার সময় হাসিমুখে পোজ দিলেন। কিন্তু, বেরোনোর সময় যেন একেবারে অন্য মেয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ২০:০৮
Share:

(বাঁ দিকে) পলক তিওয়ারি। ইব্রাহিম আলি খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছে, রবিবার এক পার্টির আয়োজন করেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তাতেই হাজির ছিলেন বলিউডের তারকা সন্তান ও পরিজনবর্গ। সেখানেই দেখা গেল ক্যাটরিনা কইফের বোন ইসাবেল ও ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে। তবে যে দু’জন সব থেকে বেশি নজর কাড়েন, তাঁরা হলেন পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খান। প্রায় একই সময় ঢুকলেন তাঁরা। যদিও আলাদা আলাদা। ডেনিম কাঁধখোলা পোশাক পরে এসেছিলেন পলক। সাদা শার্ট, টিলে জিন্সে দেখা গেল সইফ-পুত্রকে। ঢোকার সময় যথেষ্ট হাসিখুশি দেখা গেলেও, বেরোনোর সময় গোমড়া মুখে বেশ তাড়ায় ছিলেন পলকের। কী হয়েছিল শ্বেতা-কন্যার?

Advertisement

সম্প্রতি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউড অভিনেত্রী হিসাবে অভিষেক হয়েছে পলকের। অন্য দিকে, সইফ-পুত্রের পর্দায় অভিষেক হতে এখন কিছুটা সময় বাকি। বলিউডে অভিষেক হওয়ার আগে থেকেই সমাজমাধ্যমের সৌজন্যে দর্শকের কাছে বেশ পরিচিত মুখ তাঁরা। পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় তাঁদের ব্যক্তিগত জীবন। বলিপাড়ার অন্দরের খবর, সইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক। একাধিক পার্টিতে একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে চর্চিত যুগলকে। এ বার আরিয়ানের পার্টিতেই এলেন তাঁরা। তবে বেরোনোর সময় একেবারে ভিন্ন মেজাজে দেখা মিলল পলকের। কেউ বলছেন, “অভিনেত্রী যে ধরনের পোশাক পরেছিলেন তাতে অস্বস্তি বোধ করায় তাড়াতাড়ি গাড়িতে উঠতে চাইছিলেন।” অন্য এক জন বলে বসেন, “হয়তো ইব্রাহিম ও পলক চুম্বনরত অবস্থায় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন, তাই এমন মুখ করে আছেন।” পলককে অস্বস্তিতে দেখা গেলেও ইব্রাহিম ছিলেন হালকা মেজাজেই। গাড়িতে ওঠার সময় আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়েন সইফ-পুত্র। তবে পার্টির অন্দরে তেমন কিছু হয়েছে কি না, যার কারণে অন্যান্য দিনের তুলনায় একেবারে আলাদা দেখাচ্ছিল পলককে, সেটা অজানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement