দেবদাস: শাহরুখ খান-মাধুরী দীক্ষিত
এক তরফা প্রেম। সেটাও ইউনিক। তারও একটা আলাদা চার্ম আছে। করণ জোহরের নেক্সট ফিল্ম ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ নাকি রয়েছে সেই একতরফা প্রেমের গল্প। তবে শুধু ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ নয় বলিউড আগেও বহুবার বাজি রেখেছে এক তরফা প্রেমে। সে সব ছবিও সুপারহিট। আনন্দ plus-এর পাতায় আজ সেই ছবির মুহূর্ত।