রণবীর কপূর। ছবি: সংগৃহীত।
ছবি করেন বেছে। প্রচারে একেবারেই বিশ্বাসী নন। রণবীর কপূর নিজের মর্জির মালিক। বলিউডের প্রথম সারির অভিনেতা। অথচ তাঁর কোনও প্রচার সহায়ক নেই। সমাজমাধ্যমে তাঁর নিজের কোনও অ্যাকাউন্ট নেই। বৃহস্পতিবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেল রণবীরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর টিজ়ার। অথচ রণবীর নিজে ছবির প্রথম ঝলক নিয়ে কী ভাবছেন, তা জানার উপায় নেই।
প্রিয় তারকার নতুন কাজ নিয়ে অনুরাগীদের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু বাকিদের মতো তা নিয়ে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে কোনও রকম কথোপকথন বা কোনও বক্তব্য রাখতে দেখা গেল না রণবীরকে। তাঁর নিজের কোনও প্রচার সহায়ক বা নিজস্ব টিমও নেই বলে শোনা যায়। এর নেপথ্য কারণ কী? ‘বরফি’ ছবির অভিনেতা এক সময় নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। রণবীরের মতে, প্রচার যে কোনও অভিনেতার মৃত্যু ঘটাতে পারে। অভিনেতা বলেন, ‘‘সঠিক ভাবে প্রচারকে কাজে না লাগাতে পারলে অভিনেতা সেটাই বিশ্বাস করতে শুরু করেন। নিজের সম্পর্কে বা অন্য কারও প্রসঙ্গে সংবাদ তৈরির প্রবণতা নেশার মতো।’’ এর কারণ ব্যাখ্যা করতে রণবীর বলেন, ‘‘তার পর তিনি বিশ্বাস করতে শুরু করেন যে, প্রকাশিত খবরের সংখ্যার উপর তাঁর স্টারডম নির্ভর করে!’’
তবে শুধু কারণ ব্যাখ্যা নয়, রণবীর এই প্রসঙ্গে তাঁর পরামর্শও দিয়েছেন। তাঁর কথায়, ‘‘প্রচার বিষয়টাকে খুব সাবধানে এবং কৌশলী দিক থেকে ব্যবহার করা উচিত। নিজের প্রচার করতে কোনও সেবামূলক অনুষ্ঠানে হাজির হলে মানুষ কিন্তু সেটা বুঝতে পারেন।’’