Amitabh Bachchan

‘অভিষেককে যা খুশি বলুন, ঐশ্বর্যাকে বললে সহ্য করব না’, কোন প্রসঙ্গে চটেছিলেন অমিতাভ?

অমিতাভ সাফ জানিয়েছিলেন, ঐশ্বর্যা সম্পর্কে তাঁর পুত্রবধূ ঠিকই। কিন্তু নিজের কন্যার মতোই তিনি তাঁকে স্নেহ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৪:০২
Share:

পুত্রবধূকে নিয়ে কী বলেছিলেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

পুত্র অভিষেকের দিকে ধেয়ে আসে নানা কটাক্ষ। কিন্তু সে সব বুক পেতে সহ্য করেন বাবা। তবে পুত্রবধূকে নিয়ে খারাপ কোনও মন্তব্য সহ্য করবেন না। এক সময় স্পষ্ট করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ২০১০ সালে ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বেজায় চটেছিলেন শাহেনশাহ। সেই পুরনো ঘটনাই ফের চর্চায়।

Advertisement

সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বর্যা। সেই কারণেই তিনি মা হতে পারছেন না। এই প্রতিবেদনের বিরুদ্ধে নিজের ব্লগে সরব হয়েছিলেন অমিতাভ। কী ভাবে বচ্চন পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তারকা।

ক্ষোভ উগরে দিয়ে অমিতাভ লিখেছিলেন, “খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল।” এখানেই থামেননি শাহেনশাহ। তিনি সাফ জানিয়েছিলেন, ঐশ্বর্যা সম্পর্কে তাঁর পুত্রবধূ ঠিকই, কিন্তু নিজের কন্যার মতোই তিনি তাঁকে স্নেহ করেন। তাই ঐশ্বর্যার ব্যাপারে খারাপ কিছু বললে তিনি ছেড়ে কথা বলবেন না।

Advertisement

অমিতাভ আরও লিখেছিলেন, “এই পরিবারের প্রধান আমি। ঐশ্বর্যা আমার পুত্রবধূ নয়। ও আমার কন্যা। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের একজন মহিলা। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার বাড়ির মহিলাদের দিকে আঙুল তুললে আমি সহ্য করব না।”

বেশ কিছু দিন ধরে অভিষেক ও ঐশ্বর্যার বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি নিজেই। কিছু দিন আগেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বর্যা-অভিষেক। একই গাড়িতে তাঁদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাঁদের অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement