nusrat jahan

নুসরতের মুকুটে জুড়ল নতুন পালক, কী?

নুসরতের ওই পোস্টে নেমেছে শুভেচ্ছার ঢল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ১৫:১৮
Share:

নুসরত জাহান।

গত বছরেই বসিরহাটের সাংসদ হিসেবে রাজনৈতিক অভিষেক ঘটেছে অভিনেত্রী নুসরত জাহানের। আর মাত্র এক বছরের মধ্যেই সাংসদীয় কাজে দক্ষতা প্রদর্শনের জন্য নুসরতের মাথায় জুড়ল নতুন পালক। সাংসদ তথা অভিনেত্রী সম্মানিত হলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারে।

Advertisement

আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দু’দিন আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’-এর জন্য নুসরত পেলেন সেরার শিরোপা।

স্বামী নিখিলের পোশাকের আউটলেট ‘রঙ্গোলী’র শাড়িতেই নিজেকে সাজিয়েছিলেন তিনি। কালো নেলপলিশ, গাঢ় লিপস্টিক আর ম্যাচিং গয়নার হাল্কা সাজেই নজর কেড়েছিলেন সাংসদ-অভিনেত্রী। অ্যাওয়ার্ড পেয়ে তা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “১৫ তম ‘তুমি অনন্যা সম্মান’ পেয়ে আমি খুশি। দেশ এবং দেশের মানুষের জন্য যাতে নিজের সেরাটা দিতে পারি।”

Advertisement

আরও পড়ুন-অম্বানীর বাড়িতে হোলির পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড, দেখে নিন ফোটো অ্যালবাম

নুসরতের ওই পোস্টে নেমেছে শুভেচ্ছার ঢল। আগামী দিনেও যেন এ ভাবেই এগিয়ে যান প্রিয় অভিনেত্রী, সে কামনাই করেছেন অনুরাগীরা।

দেখুন সেই পোস্ট

‪Honoured to be felicitated at "15th Tumi Ananya Awards" for "Excellence in Parliamentary Affairs" in my maiden year as a Parliamentarian. I hope I am able to deliver my best for my people & country. ‬#womensday2020 #celebratingwomanhood Outfit: @rangoliindia Styling: @sandip3432 Hair: @simaghosh4222 Make-up: @makeupartist.sourab 📸: @sandip3432 & @sandipg383

A post shared by Nusrat (@nusratchirps) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement