Nick Jonas

বয়সে বড় মহিলার সঙ্গে প্রেম এই প্রথম না, নিক জোনাসের লাভ গ্রাফটা দেখে নিন  

প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগে তাঁর যে’কটা প্রেম হয়েছিল, তাঁদের মধ্যে বেশি সংখ্যক মহিলাই তাঁর থেকে বয়সে বড়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ২২:১৬
Share:

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস।

‘জামাই’ হোক বা ‘বৌমা’, শ্বশুরবাড়ির তরফে একটু কৌতূহল তো থাকেই। আমাদের ‘আন্তর্জাতিক জামাইবাবু’-র সম্পর্কেও একটা তথ্য নিয়ে রাখা ভাল। তা হল, প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী বিখ্যাত গায়ক নিক জোনাসের সম্পর্কের গ্রাফ। এক কথায়, গ্রাফটি বেশ মজার। এ ছাড়া প্রত্যেকটি ধাপ তুলনা করলে একটি মিল পাবেনই। প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগে তাঁর যে’কটা প্রেম হয়েছিল, তাঁদের মধ্যে বেশি সংখ্যক মহিলাই তাঁর থেকে বয়সে বড়। এ কথা স্পষ্ট, তাঁর থেকে বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ মহিলাদের পছন্দ করেন তিনি। আসা যাক, সেই মহিলাদের প্রসঙ্গে।

Advertisement

মাইলি সাইরাস ও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অস্ট্রেলিয় গায়িকা ডেল্টা গুডরেমের প্রেমে পড়েন নিক জোনাস। বয়সের ব্যবধান আট বছর। ২০১২ সালে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে।

Advertisement

‘এমিলি ইন প্যারিস’ খ্যাত লিলি কোলিন্সের সঙ্গেও একটি সম্পর্ক তৈরি হয়েছিল নিকের। কিন্তু সে বিষয়ে খুব এক়টা বেশি তথ্য পাওয়া যায় না। লিলির বয়স তখন ২৯। নিক ছিলেন ২৬।

আরও পড়ুন: ‘মেয়ে-জামাই’ গৌরব, দেবলীনাকে আইবুড়ো ভাত খাওয়ালেন নন্দিতা-শিবপ্রসাদ

অভিনেত্রী কেট হাডসন ও নিকের সম্পর্কটি নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। নিকের থেকে ১৪ বছরের বড় কেট। আমেরিকার একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘‘আমাদের দু’জনের সম্পর্কটি অত্যন্ত সুন্দর ছিল। কেটকে আমি প্রচণ্ড সম্মান করি। কারণ তিনি একজন অসাধারণ মানুষ।’’

গায়িকা রিটা ওরা অথবা নিক জোনাস, কেউই তাঁদের প্রেম নিয়ে কোনও দিন সে ভাবে মুখ খোলেননি। কিন্তু একটি ওপেন সিক্রেট ছিল। ‘হোয়াট ডু আই মিন টু ইউ’ নামে নিক জোনাস যে গানটি লিখেছিলেন, সেটি আদপে রিটাকে উৎসর্গ করা। সেই গানে রিটার নামও ছিল। রিটা নিকের থেকে দু’বছরের বড়।

আরও পড়ুন: বাবার জন্মদিনে শাশ্বত ‘অরণ্যের দিনরাত্রি’-র ছবি পোস্ট করলেন

‘জোনাস ব্রাদার্স’-এর কনিষ্ঠতম ভাই নিকের শেষতম সম্পর্কের গল্প তো সকলেই জানে। ভারতীয় কন্যা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া তাঁর জীবনে আসেন। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। কয়েক মাস প্রেম করার পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। দু’বছর হয়ে গেল তাঁদের সুখী দাম্পত্য জীবনের। আর তার সিক্রেট বোধহয় এটাই। বয়সে বড়় প্রিয়ঙ্কার সঙ্গে নিক অনেক বেশি স্বতঃস্ফূর্তে থাকতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement