(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে তাঁর মা ডেনিস মিলার জোনাস, শাশুড়ি মধু চোপড়া, নীলম উপাধ্যায়। ছবি: সংগৃহীত।
শ্যালকের বিয়ে। সেজেগুজে উপস্থিত হলেন নিক জোনাস। সঙ্গে শাশুড়ি মা মধু চোপড়া এবং অন্য আত্মীয় স্বজনেরা। কিন্তু অনুপস্থিত স্ত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই উদ্যাপনের বিভিন্ন মুহূর্তের ছবি। তবে নিক বা প্রিয়ঙ্কার সমাজমাধ্যমে পাওয়া যায়নি এই ছবি।
জানা গিয়েছে, নিউ ইয়র্কে প্রিয়ঙ্কার এক তুতো ভাইয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন নিক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকে বোঝা যাচ্ছে ভারতীয় পরিজনেদের সঙ্গে যথেষ্ট আন্তরিক ভাবেই মিশে গিয়েছেন নিক। এমনকি স্ত্রীর অনুপস্থিতিতেও অনুষ্ঠানে সাবলীল গায়ক। শাশুড়ি মায়ের সঙ্গের তাঁর সম্পর্কের উষ্ণতা নজর কেড়েছে নেটাগরিকের।
কালো পোশাকে নিককে দেখা গিয়েছে আনন্দে মশগুল। মধু চোপড়া শাড়ি পরেননি বটে, তবে বিশেষ ধরনের লাল-সবুজ পোশাকে তাঁকেও উজ্জ্বল দেখাচ্ছিল। সঙ্গে ছিলেন তাঁর বেয়ান, নিকের মা ডেনিস মিলার জোনাস। তিনি কিন্তু পরিপাটি করে সিল্কের শাড়ি পরে গিয়েছিলেন বিবাহ বাসরে। ছবিতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বাগ্দত্তা নীলম উপাধ্যায়কেও।
ছড়িয়ে পড়া ছবিতে চোপড়া-জোনাস পরিবারের সদস্যদের দেখা গিয়েছে নানা ভঙ্গিতে। দু’টি ভিডিয়োও দেখা গিয়েছে। যেখানে নিককে পা মেলাতে দেখা গিয়েছে গানের তালে। একটিতে নবদম্পতির সঙ্গে। অন্যটিতে শাশুড়ি মধু চোপড়ার সঙ্গে।
অভারতীয় জামাইয়ের এমন সুন্দর ব্যবহারে মুগ্ধ ভারতীয় নেটাগরিক। তাঁরা মন্তব্য বাক্সে প্রশংসা করেছেন নিকের। সেই সঙ্গে মধু চোপড়ারও। এই ভাবে ভিন্ন দেশের, ভিন্ন ধর্ম-সংস্কৃতির এক পরিবারের সঙ্গে এমন একাত্ম হয়ে যাওয়াই তো ভারতের মিলন ঐতিহ্যের স্মারক, মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ।
২০১৮ সালের ডিসেম্বরে প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়ঙ্কা চোপড়া বিয়ে করেন নিজের থেকে ১৪ বছরের বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসকে। ২০২২ সালের জানুয়ারি মাসে তাঁরা ঘোষণা করেন, ঘরে এসেছে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। বিদেশে গুছিয়ে সংসার করছেন প্রিয়ঙ্কা।