দুর্ঘটনার কবলে রামকমল মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
পায়ে চোট পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের। অভিযোগ, রাস্তায় বেপরোয়া মোটরবাইকের শিকার তিনি। এই মুহূর্তে পরিচালক ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে। তার মধ্যেই দুর্ঘটনা। কলকাতার রাস্তায় রামকমলের পায়ের উপর দিয়ে চলে গিয়েছে একটি মোটরবাইক, এমনই দাবি তাঁর। পায়ে চোট পেয়ে আপাতত কিছু দিন কাজ থেকে বিরতি নেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। সমাজমাধ্যমে নিজেই পোস্ট করে সে কথা জানালেন রামকমল।
পরিচালকের দাবি, শনিবার মধ্য কলকাতার পার্ক সার্কাসে একটি ক্যাবে উঠতে যাচ্ছিলেন। তখনই দ্রুত ছুটে আসা একটি মোটরবাইক তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়। পরিচালক লিখেছেন, “একটা বিরতির পর ফের দেখা হচ্ছে। কলকাতার একটি ক্যাবে উঠতে যাওয়ার সময় পায়ের উপর দিয়ে বাইক চলে গিয়েছে। মধ্য কলকাতা ও পার্ক সার্কাস অঞ্চলে এই ভাবে বাইক চালানোটাই যেন ধারা হয়ে গিয়েছে। প্রার্থনা করি যেন এঁরা এ বার একটু ট্রাফিক আইন মানা শুরু করেন এবং বুঝতে পারেন মানুষের পা কিন্তু হাইওয়ে নয়।”
পায়ে চোট পেলেন রামকমল। ছবি: ফেসবুক
চোট সারলেই কাজে ফিরবেন রামকমল। পরিচালকের কথায়, “খুব শীঘ্রই দেখা হচ্ছে। এক বার সুস্থ হলেই আমি ফের কাজে ফিরব।”
কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির ঝলক। ২০২২ সালে এই ছবির ঘোষণা করেন রামকমল। ছবির ঝলকে নটী বিনোদিনীর বেশে রুক্মিণী মৈত্র। ২০২৩ থেকে এই ছবির শুটিং শুরু হয়। রুক্মিণী জানিয়েছেন, শুরু থেকেই এই চরিত্র নিয়ে মনের মধ্যে তাঁর ভয় কাজ করেছিল। তবে ঝলক প্রকাশ্যে আসার পরে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানান। এই ছবিতে রুক্মিণী ছাড়াও রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বোস, ওম সাহনি প্রমুখ। ছবিটি আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে।