Jeet

ইদে ফের অ্যাকশন অবতারে জিৎ

‘বাজি’ একটি তেলুগু ছবির অফিশিয়াল রিমেক। জিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অসুর’ ছিল মৌলিক গল্পের আধারে তৈরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০০:০১
Share:

‘বাজি’তে জিতের লুক।

ইদে আবার চেনা অবতারে ফিরছেন জিৎ। পরিচালক অংশুমান প্রত্যূষ পরিচালিত ‘বাজি’তে জিতকে দেখা যাবে পুরোদস্তুর অ্যাকশন অবতারে। বদলা নেওয়ার গল্পে বুদ্ধির লড়াই, আবেগ, কমেডি সবই থাকবে এই অ্যাকশন ড্রামায়। জিৎ এখানে আদিত্য, স্মার্ট এবং ইন্টেলিজেন্ট এক চরিত্র। পরিচালকের দাবি, গত দু’-তিন বছরে অভিনেতাকে এই রূপে দেখেননি তাঁর ভক্তরা। জিৎ নিজেও বলছেন, ‘‘শেষ ক’টা ছবিতে আমার লুক এতটা গ্ল্যামারাস ছিল না। তবে শুধুই অ্যাকশন নয়, মগজের যুদ্ধও রয়েছে।’’ পরিবারকে একটি ক্রাইসিস থেকে বাঁচাতে চ্যালেঞ্জের মুখোমুখি হয় আদিত্য। সেখানেই তার টক্কর হয় আর এক ধুরন্ধর ভিলেনের সঙ্গে। সেই চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এই ছবির জন্য একেবারে অন্য রকম ভাবে স্কেচ করা হয়েছে সব্যসাচীর চরিত্রটি, যা দর্শকের কাছেও হতে চলেছে বড়সড় চমক।

Advertisement

‘বাজি’ একটি তেলুগু ছবির অফিশিয়াল রিমেক। জিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অসুর’ ছিল মৌলিক গল্পের আধারে তৈরি। ফের রিমেকে কেন? ‘‘রিমেক নিয়ে আমার কোনও দিনই কোনও সমস্যা ছিল না। রিমেক ছবির অন্যতম উদাহরণ তো ‘কবীর সিং’। ‘বাগী থ্রি’, ‘জার্সি’, অজয় দেবগণের নতুন ছবি... সবই তো রিমেক। সাউথে হোক বা বলিউড সব জায়গায় রিমেক হচ্ছে এবং চলছেও,’’ বললেন জিৎ।

পুরোদস্তুর বিনোদনমূলক ছবি বরাবরই জিতের চেনা জ়ঁর এবং এ বারও ছবি মুক্তির সময় হিসেবে তিনি বেছে নিয়েছেন ইদ। ‘বাজি’র শুটিং শুরু হয়ে গিয়েছে। মার্চের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে অংশুমানের। কলকাতা ছাড়াও লন্ডনে হবে শুটিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement