সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।
বুধবার রাতে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার বিয়ের আসর। সূত্রের খবর, সকাল থেকেই বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছে। বিবাহবাসর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে। এর মধ্যেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে নাগা এবং তাঁর প্রাক্তন সামান্থা রুথ প্রভুর একটি ছবি।
২০১৭ সালে নাগার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা। কয়েক বছর আগে নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁদের বিয়ের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সামান্থা। সেই ছবিতে নাগাকে চুম্বন করছেন সামান্থা। ছবিটি এখনও অভিনেত্রীর ইনস্টাগ্রামে রয়েছে। নাগার দ্বিতীয় বিয়ের দিন সেই ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন সামান্থার অনুরাগীরা। তাঁদের একাংশের দাবি, সামান্থার পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচা উচিত নয়। এই ছবি দেখে একজন লেখেন, ‘‘সামান্থা, দয়া করে এই ছবিটা মুছে ফেলুন।’’ অন্য একজন লেখেন, ‘‘এখনও এই ছবিটা কেন রয়েছে!’’
সামান্থার সমাজমাধ্যমের পাতায় নাগার সঙ্গে ছবি। ছবি: ইনস্টাগ্রাম।
গোয়াতে দুই পরিবারের উপস্থিতিতে সামান্থা এবং নাগার বিয়ে হয়। তার পর ২০২১ সালে দম্পতি সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সেই সময়েই শোভিতার সঙ্গে আলাপ হয় নাগার। চলতি বছরে ৮ অগস্ট বাগ্দান হয় নাগা-শোভিতার। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন যুগল। অন্য দিকে সামান্থা এই মুহূর্তে অভিনয় নিয়ে ব্যস্ত।