‘মন্নত’-এ এনসিবি-র গোয়েন্দারা। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
মুম্বইয়ে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার দল। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীর দল। প্রায় মিনিট ১৫ জেলের মধ্যে ছিলেন শাহরুখ। তার পর তিনি বেরিয়ে আসেন।
আর্থার রোড জেলে যে দিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সে দিনই তাঁর বাংলো ‘মন্নত’-এ এনসিবি-র গোয়েন্দাদের দলের হাজির হওয়া কি কেবলই কাকতালীয়, প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। জেলের মূল ফটকের সামনেই গাড়ির পিছনের আসন থেকে নামেন শাহরুখ। পরণে খুব সাধারণ একটি গোল-গলা টি-শার্ট এবং জিনসের ট্রাউজার্স। মুখ ঢাকা কালো মাস্কে। চোখে কালো রোদচশমা। মাথার লম্বা চুল পনিটেলে বাঁধা। দেহরক্ষী পরিবৃত হয়ে তিনি দ্রুত জেলের ভিতরে চলে যান। মিনিট পনেরো সেখানে ছিলেন তিনি।
একই দিনে বম্বে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে। বিচারপতি আগামী মঙ্গলবার মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।