Arjun Rampal

মাদক-কাণ্ডে বান্ধবী-সহ অর্জুন রামপালকে ডেকে পাঠাল এনসিবি

সোমবার সকালেই অর্জুনের বাড়িতে তল্লাশি চালান এনসিবির গোয়েন্দারা। আটক করা হয় তাঁর এক গাড়ির চালককে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ১৪:১৪
Share:

অর্জুন রামপাল। —ফাইল চিত্র

মাদক-কাণ্ডে বাড়িতে তল্লাশির পর এ বার অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ১১ নভেম্বর বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবারই অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। তাঁর এক গাড়ির চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির গোয়েন্দারা।

Advertisement

একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি। এ ছাড়া খার ও অন্ধেরিতেও তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। অর্জুন রামপালের এক গাড়ির চালককে আটক করে নিয়ে যান তাঁরা। তাঁকে এনসিবির কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরেই অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য় ডেকে পাঠিয়েছে এনসিবি।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক কারবারে নাম জড়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর। সেই সূত্রেই বলিউডের অভিনেতা-পরিচালক, প্রযোজক বা তাঁর ঘনিষ্ঠদের নামও উঠে আসে মাদক কাণ্ডে। সেই তদন্তেই সম্প্রতি মাদক পাচারের অভিযোগে এনসিবি গ্রেফতার করে অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেসকে। তাঁর সঙ্গে অ্যামুম্বইয়ে কোকেন সরবরাহের জন্য গ্রেফতার হওয়া নাইজেরিয়ান নাগরিক ওমেগা গডউইনের সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগ ওঠে। এনসিবি সূত্রে খবর, অ্যালিয়াসকে জিজ্ঞাসাবাদের সূত্রেই অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সুজানের সঙ্গে পরকীয়া, শাহরুখ-কর্ণের সঙ্গে বন্ধুত্বে ফাটল... সুদিনের অপেক্ষায় অর্জুন

আরও পড়ুন: এক নয়, দুই বলি তারকার সংসার ভাঙার পিছনে অর্জুন-সুজান প্রেম?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement