nawazuddin siddiqui

‘একটু তো লজ্জা হোক’, অতিমারির সময় বিদেশে ছুটি কাটাতে যাওয়া তারকাদের বার্তা নওয়াজউদ্দিনের

অতিমারির সঙ্কটের মধ্যেই বলিউডের বহু তারকা উড়ে গিয়েছেন বিদেশে ছুটি কাটাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১১:৫০
Share:

নওয়াজউদ্দিন সিদ্দিকি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। এমন সময় নিজের সহকর্মীদের দিকে আঙুল তুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দায়িত্বজ্ঞানহীন বলে দাগিয়ে দিলেন তাঁদের।

কী কারণে এত চটলেন অভিনেতা?

অতিমারির সঙ্কটের মধ্যেই বলিউডের বহু তারকা উড়ে গিয়েছেন বিদেশে ছুটি কাটাতে। অবসর যাপনের জন্য সিংহভাগই বেছে নিয়েছে্ন মলদ্বীপকে। জাহ্নবী কপূর, দিশা পাটানি, শ্রদ্ধা কপূর, আলিয়া ভট্টের মতো তারকাদের ইনস্টাগ্রামের দেওয়ালে সাজানো রয়েছে নীল জলের দেশে কাটিয়ে আসা নানা মুহূর্তের ছবি। কঠিন সময়ে এ ভাবে দেশ ছেড়ে নিশ্চিন্তের দিন কাটানোয় তাঁদের দিকে কটাক্ষবাণ ছুড়ে দিয়েছেন অভিনেতা।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন নওয়াজ। তাঁর কথায়, “দেশ যখন মন্দায় ভুগছে, বিনোদন জগতের তারকারা তখন ছুটি কাটাতে গিয়ে ছবি পোস্ট করছেন।” এখানেই থেমে যাননি তিনি। সহকর্মীদের উদ্দেশে নওয়াজউদ্দিনের বার্তা, “মানুষের খাবার কেনার টাকা নেই, আপনারা টাকা নষ্ট করছেন। একটু লজ্জা বোধ তো করুন!”

Advertisement

বর্তমান অবস্থায় মানুষের অনটনের কথা ভেবে বলিউড তারকাদের ‘সদয়’ হওয়ার উপদেশ দিয়েছেন অভিনেতা। নিজেদের অর্থ বা প্রতিপত্তি দেখিয়ে মানুষের কষ্ট আরও বাড়িয়ে না তোলার নিদানও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement