Jeetu Kamal

জিতু-নবনীতার কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’

খবর ছড়াতেই উদ্বেগ বাড়ে অভিনেতার অনুরাগী মহলে। বিকেলে রিপোর্ট হাতে পেয়েই জিতু নেটমাধ্যমে সরাসরি কথা বলেন সবার সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২১:২২
Share:

জিতু-নবনীতা।

আনন্দবাজার ডিজিটাল প্রথম খবর করেছিল, ২-৩ দিন ধরে অসুস্থ জিতু কমল। অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জ্বর, কাশি, সর্দিতে ভুগছেন। সাবধানতা অবলম্বনের জন্য ইতিমধ্যেই বাড়িতে নিভৃতবাসে তিনি আর তাঁর অভিনেত্রী স্ত্রী নবনীতা দাস। করোনা পরীক্ষা করিয়েছেন। দুপুর পর্যন্ত ফলাফল জানতে পারেননি।

খবর ছড়াতেই উদ্বেগ বাড়ে অভিনেতার অনুরাগী মহলে। বিকেলে রিপোর্ট হাতে পেয়েই জিতু নেটমাধ্যমে সরাসরি কথা বলেন সবার সঙ্গে। জানান, তিনি এবং তাঁর স্ত্রী কোভিড নেগেটিভ। যদিও তাঁর এখনও জ্বর, কাশি, সর্দি এবং অল্প শ্বাসকষ্ট রয়েছে। তবে এই খবরে তিনি খুব স্বস্তিতে নেই। কারণ, ক্রমশ অতিমারি ভয়ঙ্কর আকার ধারণ করছে। তাই তাঁর অনুরোধ, সামান্যতম অসুস্থতাও যেন কেউ না লুকোয়। এতে আরও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement