নাগার প্রথম ও দ্বিতীয় বিয়েতে রয়েছে কোন মিল? ছবি: সংগৃহীত।
২০১৭ সালে সামান্থার রুথ প্রভুর সঙ্গে বিয়ে সারেন নাগা চৈতন্য। চার বছরের মাথায় সেই দাম্পত্যে ইতি টানেন তাঁরা। এক সময় নতুন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও পরে স্বীকার করে নেন, সামান্থাকে তিনি ঠকিয়েছেন। বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন।
এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নাগার্জুন-পুত্র। সাত বছর পর ফের বরবেশে নাগা। এ বার পাত্রী দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। দীর্ঘ দিন ধরেই নাগা-সামান্থা জুটির বিশাল সংখ্যক অনুরাগী ছিলেন। তাই দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে নেটপাড়ায় নতুন এই জুটির সঙ্গে তুলনা চলছে প্রতিনিয়ত। নাগার প্রথম বিয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ের মিলও রয়েছে বেশ কিছু জায়গায়। তার মধ্যে অন্যতম লগ্ন।
৪ ডিসেম্বর আক্কিনেনি পরিবারের নিজস্ব অন্নপূর্ণা স্টুডিয়োয় বসবে নাগা-শোভিতার বিবাহবাসর। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল তাঁরা রাজস্থানের কোনও প্রাসাদে বিয়ে করতে পারেন। প্রথম বিয়ের ক্ষেত্রে নাগা নিজে বেছে নিয়েছিলেন গোয়ার রোম্যান্টিকতা। সেখানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল রূপকথার মতো। এ বার খুব বেশি দূরে কোথায় যেতে চাননি নাগা-শোভিতা। জানা গিয়েছে, বুধবার রাত ৮টা বেজে ১৫ মিনিটে নাগা-শোভিতার বিয়ের লগ্ন। এই বিয়ে হবে শোভিতার পরিবারের রীতি মেনে, তেলুগু বিবাহপ্রথায়। প্রায় ৮ ঘণ্টা ধরে চলবে বিয়ে। ঘটনাচক্রে সামান্থার সঙ্গেও বিয়ের লগ্নও পড়েছিল রাতে। সে বার শুভ মুহূর্ত ছিল রাত ১১টা নাগাদ।
গত অক্টোবর মাস থেকেই নানা ধরনের আচার পালন করতে শুরু করেছে শোভিতার পরিবার। সেই সমস্ত অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন শোভিতা ও তাঁর পরিজনেরা। সৌন্দর্য থাকলেও কোথাও আড়ম্বরের আতিশয্য লক্ষ করেননি নেটাগরিকেরা। কারণ নাগা এবং শোভিতা দু’জনেই চেয়েছিলেন বিয়েটা হোক ঐতিহ্য মেনে, ঘনিষ্ঠ বৃত্তে। নাগা জানিয়েছেন তিনি এমন জায়গায় বিয়ে করতে চান, যেখানে পরিবারের সমস্ত বয়স্ক পরিজনেরাও উপস্থিত হতে পারবেন।