Shraddha Kapoor

‘স্ত্রী ২’ সাফল্যের পরই বাবা-মায়ের থেকে আলাদা, কত টাকায় বাড়ি ভাড়া নিলেন শ্রদ্ধা?

নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন শ্রদ্ধা। এত দিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন অভিনেত্রী। হঠাৎ আলাদা থাকার সিদ্ধান্ত কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৬
Share:

শ্রদ্ধা কপূর যে পরিমাণ টাকা বাড়ি ভাড়া দেন। ছবি: সংগৃহীত।

এখনও পর্যন্ত এ বছরের সব থেকে বড় হিট রয়েছে শ্রদ্ধা কপূরের ঝুলিতে। তাঁর অভিনীত ‘স্ত্রী ২’ ছবি বিশ্বব্যাপী প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। আজকাল বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে শ্রদ্ধাকে। ছবির প্রস্তাবও রয়েছে হাতে। এ বার নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন শ্রদ্ধা। এত দিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন অভিনেত্রী। এ বার মুম্বইয়ের জুহু এলাকায় সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া নিলেন, যার বাৎসরিক ভাড়া ৭২ লক্ষ। সেই হিসাবে মাসিক ৬ লক্ষ টাকা ভাড়া দিতে হবে অভিনেত্রীকে।

Advertisement

৩৯২৮.৮৬ বর্গফুটের এই ফ্ল্যাটটি এক বছরের জন্য লিজ়ে পেয়েছেন শ্রদ্ধা। অভিনেত্রীকে ৭২ লক্ষ টাকা অগ্রিম ভাড়া দিতে হয়েছে। চলতি বছরে ১৬ অক্টোবর চুক্তি সারা হয়। এতে অভিনেত্রীর জন্য চারটি গাড়ি পার্কিংয়ের জায়গা অন্তর্ভুক্ত রয়েছে। নথি অনুযায়ী, লেনদেনে ৩৬,০০০ টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে এবং ১০০০ টাকা নিবন্ধন মূল্যও দেওয়া হয়েছে।

বাবা শক্তি কপূর বিনোদন জগতের খ্যাতনামী অভিনেতা হলেও মেয়েকে তেমন কোনও বিশেষ সুবিধা পাইয়ে দেননি। শ্রদ্ধা বরাবরই জানিয়েছেন, তিনি যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন, সেই সময় থেকে বাবা পাশে থেকেছেন কিন্তু কাজ পাইয়ে দেবেন এমন আশ্বাস কখনও দেননি। বলিউডের কোনও নির্দিষ্ট শিবিরের দৌলতে নয় বরং নিজের পরিশ্রমের জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলেই অতীতে জানিয়েছেন শ্রদ্ধা। এ বার ‘স্ত্রী ২’-এর সাফল্য পেতেই খানিক একান্ত যাপন করতে চাইছেন অভিনেত্রী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement