চাঙ্কির পাণ্ডে-অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।
স্বজনপোষণের তকমা থাকায় বার বার কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। তবে সেই সবে কান না দিয়ে অভিনয়েই মনোনিবেশ করেছেন, এমনই জানিয়েছেন অনন্যা পাণ্ডে। একটা সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তারকাসন্তান হলেও তাঁকেও লড়াই করতে হয়েছে বিস্তর। তবে নিজের লক্ষ্যে স্থির থেকেছেন। অভিনয়ে নিজেকে আরও দক্ষ করে তুলতে উঠে পড়ে লেগেছেন অনন্যা। মেয়েকে নিয়ে আজকাল গর্ব হয় বাবা চাঙ্কি পাণ্ডের। কিন্তু একটি সন্দেহে চাঙ্কির মন উথালপাথাল। মেয়ে অনন্যার ডিএনএ পরীক্ষা করাতে চান অভিনেতা।
চলতি বছরে অনন্যার তিনটি কাজ পর পর মুক্তি পেয়েছে। ‘খোঁ গায়ে হম কঁহা’, ‘কল মি বে’ ওয়েব সিরিজ় ও ‘কন্ট্রোল’। ‘কল মি বে’ সিরিজ়ের জন্য প্রশংসা পেয়েছেন অনন্যা। মেয়েকে নিয়ে গর্বিত অনন্যার বাবা চাঙ্কিও। মেয়ের ওয়েব সিরিজ় দেখে তিনি বলেন, “আমি মনে করি, তুমি অসাধারণ অভিনেতা। তোমার অভিনয় দিয়ে তুমি মুগ্ধ করেছ। বিশেষ করে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দেখে খুব ভাল লেগেছিল।”
তিনি আরও যোগ করেন, “আর এখন ‘কল মি বে’র মতো সাত-আট পর্বের সিরিজ়ে তোমার অভিনয় দেখলাম। বার বার দেখার মতো অভিনয় করেছ। একটা গোটা সিরিজ় নিজের কাঁধে বয়ে নিয়ে যাওয়া মোটেই সহজ নয়।” মেয়ে এমন ভাল অভিনয় করেন যে চাঙ্কি অভিভূত। অভিনেতা বলেন,‘‘ ও যে ভাবে অভিনয় করে সেটা আমি কখনও পারব না। যে ভাবে একা কাঁধে দায়িত্ব নিয়ে সাত-আট পর্বের সিরিজ় নামিয়ে দিয়েছে তা প্রশংসার যোগ্য। এ সব দেখে আমার মনে হয় ওর ‘ডিএনএ’ পরীক্ষা করানো উচিত।’’