Farhan Akhtar

আপস করে

ফারহান আখতারের ছবি ‘তুফান’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। অন্য দিকে, ২ অক্টোবর রণবীর সিংহের ‘জোয়েশভাই...’ আসবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০০:০৩
Share:

জোয়েশভাই জ়োরদার

ব্যবসা যাতে ভাগ না হয়ে যায়, সে জন্য ফের নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিল দুই প্রযোজনা সংস্থা। যশ রাজ ফিল্মসের ‘জোয়েশভাই জ়োরদার’ এবং এক্সেল এন্টারটেনমেন্টের ‘তুফান’ মুক্তি পাওয়ার কথা ছিল একই সময়ে। কিন্তু দুই প্রযোজনা সংস্থাই যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, দু’সপ্তাহের ব্যবধানে ছবি রিলিজ় করবে তারা।

Advertisement

ফারহান আখতারের ছবি ‘তুফান’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। অন্য দিকে, ২ অক্টোবর রণবীর সিংহের ‘জোয়েশভাই...’ আসবে। প্রসঙ্গত, ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে টু’। ভিকি কৌশলের ‘সর্দার উধম সিংহ’-এরও সে দিন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। আবার করোনার জেরে অনেক ছবিই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement